ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় টিকা নেওয়ার পর শিশুর ‘মৃত্যু’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ৬৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় ইপিআই টিকা নেওয়ার প্রায় ১১ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহিয়ান তৌফিক নামের দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে টিকা নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হতে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশু তৌফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম মারা যাওয়া শিশুটির বাড়ি পরিদর্শন করেছে। এসময় তারা শিশুর চিকিৎসায় ব্যবহৃত নাপা সিরাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন।
ঘটনা তদন্তে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। তিনি বলেন, ‘শিশুটিকে গুঁড়া দুধ (বাজারজাত) খাওয়ানোর সময় শ্বাসনালীতে আটকে গিয়েও এমন ঘটনা ঘটতে পারে। তবে আমরা নিশ্চিত নই। কিন্তু টিকা নেওয়ার কারণে মৃত্যু হয়নি বলে আমরা প্রাথমিকভবে ধারণা করছি। কারণ টিকা নেওয়ার পর মৃত্যু হলে তা টিকা দেওয়ার প্রায় এক থেকে দুই ঘণ্টার মধ্যেই হতো। এছাড়া টিকা নেওয়া ১০ লাখে একজনের মৃত্যু টিকাদান কার্যক্রমে স্বাভাবিক ঘটনা ধরা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা নাপা সিরাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। টিকাগুলোর মেয়াদও যাচাই করেছি। দেখেছি কোনো সমস্যা নেই। তারপরও তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’ চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ শিশুটির বাবা তাজউদ্দিন আহমেদসহ পরিবারের দাবি, সকালে টিকা দেওয়ার পর দুপুর থেকে জ্বরে আক্রান্ত হয় শিশু তৌফিক। এরপর নাপা সিরাপ খাওয়ানোর আধাঘণ্টা পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় টিকা নেওয়ার পর শিশুর ‘মৃত্যু’

আপলোড টাইম : ০৮:৩৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় ইপিআই টিকা নেওয়ার প্রায় ১১ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহিয়ান তৌফিক নামের দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে টিকা নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হতে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশু তৌফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম মারা যাওয়া শিশুটির বাড়ি পরিদর্শন করেছে। এসময় তারা শিশুর চিকিৎসায় ব্যবহৃত নাপা সিরাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন।
ঘটনা তদন্তে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। তিনি বলেন, ‘শিশুটিকে গুঁড়া দুধ (বাজারজাত) খাওয়ানোর সময় শ্বাসনালীতে আটকে গিয়েও এমন ঘটনা ঘটতে পারে। তবে আমরা নিশ্চিত নই। কিন্তু টিকা নেওয়ার কারণে মৃত্যু হয়নি বলে আমরা প্রাথমিকভবে ধারণা করছি। কারণ টিকা নেওয়ার পর মৃত্যু হলে তা টিকা দেওয়ার প্রায় এক থেকে দুই ঘণ্টার মধ্যেই হতো। এছাড়া টিকা নেওয়া ১০ লাখে একজনের মৃত্যু টিকাদান কার্যক্রমে স্বাভাবিক ঘটনা ধরা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা নাপা সিরাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। টিকাগুলোর মেয়াদও যাচাই করেছি। দেখেছি কোনো সমস্যা নেই। তারপরও তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’ চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ শিশুটির বাবা তাজউদ্দিন আহমেদসহ পরিবারের দাবি, সকালে টিকা দেওয়ার পর দুপুর থেকে জ্বরে আক্রান্ত হয় শিশু তৌফিক। এরপর নাপা সিরাপ খাওয়ানোর আধাঘণ্টা পরই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।