ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে বার্ষিক লার্নিং এণ্ড সেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / ৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে বার্ষিক লার্নিং এণ্ড সেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাপান ফান্ড ফর এনভায়রনমেন্ট (জেএফজিই) এর অর্থায়নে প্রত্যাশা সামাজিক উন্নয় সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচিলক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল মাজেদ। তিনি বলেন, আমাদের চাষযোগ্য জমি কমে যাচ্ছে। আমাদের খাদ্যের প্রোডাকশন বাড়াতে হবে। সেভ ফুড প্রোডাকশনের জন্য আমাদের কৃষকদের জানাতে হবে। কীটনাশক প্রয়োগে সচেতন হতে হবে। আবার সব পোকাই ক্ষতিকর পোকা নয়। সেটিও কৃষকদের জানাতে হবে। আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানাতে হবে। রোগ এবং পোকা হবে না, যদি পরিচ্ছন্ন করে চাষাবাদ করি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা প্রশিক্ষন অফিসার মো: আলী জিন্নাহ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম আব্দৃল্লাহ, অভিজিৎ কুমার বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, জাতীয় দৈনিক নয়া শতাব্দীর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহসান আলম, দামুড়হুদা উপজেলা এপেক্স কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, সহ-সভাপতি আশরাফুজ্জামান পিন্টু, কোষাধ্যক্ষ শাহানেওয়াজ, নতিপোতা ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সাগর আলী,  জুড়ানপুর ইউনিয়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা, দামুড়হুদা ইউনিয়ন কমিটির সভাপতি গোলাম মল্লিক, সেলিম হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ওয়াসেপ প্রকল্পের, ইউনিয়ন ফ্যাসিলেটর হামিদুল ইসলাম, পলাশ হোসেন, ফিল ভলেন্টিয়ার সোহেল রানা ও  মনজুর এলাহী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে বার্ষিক লার্নিং এণ্ড সেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে বার্ষিক লার্নিং এণ্ড সেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাপান ফান্ড ফর এনভায়রনমেন্ট (জেএফজিই) এর অর্থায়নে প্রত্যাশা সামাজিক উন্নয় সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচিলক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল মাজেদ। তিনি বলেন, আমাদের চাষযোগ্য জমি কমে যাচ্ছে। আমাদের খাদ্যের প্রোডাকশন বাড়াতে হবে। সেভ ফুড প্রোডাকশনের জন্য আমাদের কৃষকদের জানাতে হবে। কীটনাশক প্রয়োগে সচেতন হতে হবে। আবার সব পোকাই ক্ষতিকর পোকা নয়। সেটিও কৃষকদের জানাতে হবে। আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানাতে হবে। রোগ এবং পোকা হবে না, যদি পরিচ্ছন্ন করে চাষাবাদ করি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা প্রশিক্ষন অফিসার মো: আলী জিন্নাহ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম আব্দৃল্লাহ, অভিজিৎ কুমার বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, জাতীয় দৈনিক নয়া শতাব্দীর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহসান আলম, দামুড়হুদা উপজেলা এপেক্স কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, সহ-সভাপতি আশরাফুজ্জামান পিন্টু, কোষাধ্যক্ষ শাহানেওয়াজ, নতিপোতা ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সাগর আলী,  জুড়ানপুর ইউনিয়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা, দামুড়হুদা ইউনিয়ন কমিটির সভাপতি গোলাম মল্লিক, সেলিম হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ওয়াসেপ প্রকল্পের, ইউনিয়ন ফ্যাসিলেটর হামিদুল ইসলাম, পলাশ হোসেন, ফিল ভলেন্টিয়ার সোহেল রানা ও  মনজুর এলাহী।