ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একই পরিবারের সাতজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- ডিহিকৃষ্ণপুর গ্রামের ফার্মপাড়ার নজরুল ইসলাম (৫০) তার দুই ছেলে সেলিম (৩০), সালাম (২৫), মেয়ে মনজিলা, স্ত্রী তছুরা, একই পরিবারের পচিলা ও তরিকুল। এদের মধ্যে সালামের জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। অন্যরা জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নজরুলের পরিবারের লোকজন জমি পরিমাপের জন্য আমিন নিয়ে আসেন। জমি পরিমাপ শেষে আমিন জানান প্রতিবেশি শহিদুলের জমির মধ্যে নজরুলের জমির কিছু অংশ আছে। তবে শহিদুল জমি ছাড়তে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা দুই পরিবারের মধ্যে মারামারিতে রূপ নেয়। এতে নজরুলের পরিবারের সাতজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে, সালামের বড় ভাই সেলিম বলেন, ‘এ ঘটনায় আমরা দর্শনা থানায় অভিযোগ করেছি।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জানান, আহতদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়েছে। অন্যদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

আপলোড টাইম : ০৯:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একই পরিবারের সাতজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা হলেন- ডিহিকৃষ্ণপুর গ্রামের ফার্মপাড়ার নজরুল ইসলাম (৫০) তার দুই ছেলে সেলিম (৩০), সালাম (২৫), মেয়ে মনজিলা, স্ত্রী তছুরা, একই পরিবারের পচিলা ও তরিকুল। এদের মধ্যে সালামের জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। অন্যরা জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নজরুলের পরিবারের লোকজন জমি পরিমাপের জন্য আমিন নিয়ে আসেন। জমি পরিমাপ শেষে আমিন জানান প্রতিবেশি শহিদুলের জমির মধ্যে নজরুলের জমির কিছু অংশ আছে। তবে শহিদুল জমি ছাড়তে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা দুই পরিবারের মধ্যে মারামারিতে রূপ নেয়। এতে নজরুলের পরিবারের সাতজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে, সালামের বড় ভাই সেলিম বলেন, ‘এ ঘটনায় আমরা দর্শনা থানায় অভিযোগ করেছি।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জানান, আহতদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়েছে। অন্যদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।