ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গৃহবধূকে হত্যার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শ্বশুড়বাড়ির সদস্যদের বিরুদ্ধে মুন্নি খাতুন (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে নিজ শ্বশুর বাড়িতে মৃত্যু হয় মুন্নির। তিনি গোপিনাথপুর গ্রামের হাসানের স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার রফিকুল ইসলামের মেয়ে। গতকালই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত মুন্নির পরিবারের সদস্যরা দাবি করেন, মুন্নিকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। পরিবারের সদস্যরা আরও জানায়, গতকাল সকাল ১০টার দিকে মোবাইল ফোনে মুন্নির শ্বশুর বাড়ির সদস্যরা জানায় মুন্নি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুন্নির পরিবারের ধারণা শ্বশুর বাড়ির লোকজন মুন্নিকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা সাজিয়েছে। মুন্নির ৯ বছর বয়সি মরিয়ম নামের একটি মেয়ে ও আড়াই বছরের ছেলে আছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মুন্নি খাতুন নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা সেখানে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, গতকাল বাদ এশা চুয়াডাঙ্গার পুরাতনপাড়া জামে মসজিদে জানাজা শেষে মুন্নির লাশের দাফনকার্য সম্পন্ন হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপলোড টাইম : ০৮:১৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শ্বশুড়বাড়ির সদস্যদের বিরুদ্ধে মুন্নি খাতুন (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে নিজ শ্বশুর বাড়িতে মৃত্যু হয় মুন্নির। তিনি গোপিনাথপুর গ্রামের হাসানের স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার রফিকুল ইসলামের মেয়ে। গতকালই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত মুন্নির পরিবারের সদস্যরা দাবি করেন, মুন্নিকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। পরিবারের সদস্যরা আরও জানায়, গতকাল সকাল ১০টার দিকে মোবাইল ফোনে মুন্নির শ্বশুর বাড়ির সদস্যরা জানায় মুন্নি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুন্নির পরিবারের ধারণা শ্বশুর বাড়ির লোকজন মুন্নিকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা সাজিয়েছে। মুন্নির ৯ বছর বয়সি মরিয়ম নামের একটি মেয়ে ও আড়াই বছরের ছেলে আছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মুন্নি খাতুন নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা সেখানে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, গতকাল বাদ এশা চুয়াডাঙ্গার পুরাতনপাড়া জামে মসজিদে জানাজা শেষে মুন্নির লাশের দাফনকার্য সম্পন্ন হয়েছে।