ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গৃহবধূকে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

রাতে চুরি করে নারীদের ঘরে ঢুকে যৌন নিপীড়ন করায় তার নেশা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর দক্ষিণপাড়ার এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মো. শফিকুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ১০ ধারায় মো. শফিকুল ইসলামের নামে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে। তিনি মামলায় উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে মো. শফিকুল ইসলাম তার শ্লীলতাহানি করেন।

মামলা রেকর্ড করার পর চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ ঘণ্টার মধ্যে মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বেশকিছু তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি অভ্যাসগত যৌন নিপীড়নকারী। তিনি রাতের বেলায় প্রায়শই এলাকায় বিভিন্ন বাড়ির আশেপাশে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকত। কোনো নারীর ঘরে কেউ না থাকার সুযোগে গোপনে সেখানে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকত। সুযোগ বুঝে তাদের মুখ চেপে ধরে চিরাচরিত সহিংস ও হিংস্র আচরণের মাধ্যমে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে কৌশলে পালিয়ে যেত। তিনি কতজনকে যৌন নিপীড়ন করেছে সেটি তদন্ত করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গৃহবধূকে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

রাতে চুরি করে নারীদের ঘরে ঢুকে যৌন নিপীড়ন করায় তার নেশা

আপলোড টাইম : ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর দক্ষিণপাড়ার এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মো. শফিকুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ১০ ধারায় মো. শফিকুল ইসলামের নামে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে। তিনি মামলায় উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে মো. শফিকুল ইসলাম তার শ্লীলতাহানি করেন।

মামলা রেকর্ড করার পর চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ ঘণ্টার মধ্যে মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বেশকিছু তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি অভ্যাসগত যৌন নিপীড়নকারী। তিনি রাতের বেলায় প্রায়শই এলাকায় বিভিন্ন বাড়ির আশেপাশে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকত। কোনো নারীর ঘরে কেউ না থাকার সুযোগে গোপনে সেখানে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকত। সুযোগ বুঝে তাদের মুখ চেপে ধরে চিরাচরিত সহিংস ও হিংস্র আচরণের মাধ্যমে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে কৌশলে পালিয়ে যেত। তিনি কতজনকে যৌন নিপীড়ন করেছে সেটি তদন্ত করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।