ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় খামার থেকে ডাকাতি হওয়া একটি গাভী উদ্ধার

প্রতিবেদক, সরোজগঞ্জ:
  • আপলোড টাইম : ১০:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির পাঁচ দিন পরে ঝিনাইদহের সোনাতনপুর গ্রামের হাবিবুরের বাড়ি থেকে একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে গাভীটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত গাভীটি মর্তুজাপুরের ইটভাটা মালিক আলতাবের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত হাবিবুর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে আলতাব হোসেনের এমইপি ব্রিকস ইটভাটায় গরুর খামারে হানা দেয় সঙ্গবদ্ধ ডাকাত দল। এসময় দেশীয় অস্ত্রের মুখে খামারের নৈশপ্রহরীকে জিম্মি করে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতি হয়। পরে গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়া এবং পরের দিন বৃহস্পতিবার সাতগাড়ী ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সিঅ্যান্ডবি পাড়ার মিজানুর রহমান পল্টু ওরফে পুণ্টু ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের ধরার জন্য বিশেষ অভিযান চলছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় খামার থেকে ডাকাতি হওয়া একটি গাভী উদ্ধার

আপলোড টাইম : ১০:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির পাঁচ দিন পরে ঝিনাইদহের সোনাতনপুর গ্রামের হাবিবুরের বাড়ি থেকে একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে গাভীটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত গাভীটি মর্তুজাপুরের ইটভাটা মালিক আলতাবের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত হাবিবুর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে আলতাব হোসেনের এমইপি ব্রিকস ইটভাটায় গরুর খামারে হানা দেয় সঙ্গবদ্ধ ডাকাত দল। এসময় দেশীয় অস্ত্রের মুখে খামারের নৈশপ্রহরীকে জিম্মি করে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতি হয়। পরে গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়া এবং পরের দিন বৃহস্পতিবার সাতগাড়ী ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সিঅ্যান্ডবি পাড়ার মিজানুর রহমান পল্টু ওরফে পুণ্টু ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের ধরার জন্য বিশেষ অভিযান চলছে।