ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় চারটি চোরাই ইজিবাইকসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলেন- আলমডাঙ্গার বকশিপুর খালপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালেদুজ্জামান সালেদ (২২), কুষ্টিয়া কাটাইখাল মোড়ের মৃত আব্দুল শেখের ছেলে শাহিন হোসেন (২৫), কুষ্টিয়া কুমারখালী শানপুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হেলাল (৩৪) ও কুষ্টিয়া বাড়াদি খালপাড়ের আব্দুল কুদ্দুসের ছেলে সিজান আহম্মেদ রনি (২৮)।

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ৮ এপ্রিল সদর থানার ঝিনাইদহ বাস টার্মিনাল মসজিদের সামনে রাস্তার পাশে একটি ইজিবাইক রেখে চালক জোহরের নামাজ আদায় করতে গেলে তার ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালেদুজ্জামান সালেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া তিনটি ইজিবাইক, ইজিবাইকের অংশবিশেষ ও যন্ত্রাংশসহ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বেল্লা ও এসআই ভবতোষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৩২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় চারটি চোরাই ইজিবাইকসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলেন- আলমডাঙ্গার বকশিপুর খালপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালেদুজ্জামান সালেদ (২২), কুষ্টিয়া কাটাইখাল মোড়ের মৃত আব্দুল শেখের ছেলে শাহিন হোসেন (২৫), কুষ্টিয়া কুমারখালী শানপুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হেলাল (৩৪) ও কুষ্টিয়া বাড়াদি খালপাড়ের আব্দুল কুদ্দুসের ছেলে সিজান আহম্মেদ রনি (২৮)।

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ৮ এপ্রিল সদর থানার ঝিনাইদহ বাস টার্মিনাল মসজিদের সামনে রাস্তার পাশে একটি ইজিবাইক রেখে চালক জোহরের নামাজ আদায় করতে গেলে তার ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালেদুজ্জামান সালেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া তিনটি ইজিবাইক, ইজিবাইকের অংশবিশেষ ও যন্ত্রাংশসহ উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বেল্লা ও এসআই ভবতোষ।