ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধর মর্মান্তিক মুত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় আছির উদ্দীন (৮৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের হায়দারপুর গ্রামের তালবাগান মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছির উদ্দীনের মৃত্যু হয়। নিহত আছির উদ্দিন হায়দারপুর গ্রামের মৃত মঈছ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আছির উদ্দিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের তালবাগান মোড়ে রাস্তা পার হওয়ার সময় সরোজগঞ্জ অভিমুখে যাওয়া একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে আছির উদ্দীনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ আসির উদ্দীন গুরুতর জখম হয়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয় হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন এবং উন্নত চিকিৎসা পরামর্শ দেন। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছির উদ্দীনের মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হায়দারপুর গ্রামের মুজিবুল হক বলেন, বৃদ্ধ আছির উদ্দীন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ঘটনার পর পরই তাকে আমরা হাসপাতালে ভর্তি করি। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পাওয়ার পর পরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধর মর্মান্তিক মুত্যু

আপলোড টাইম : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় আছির উদ্দীন (৮৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের হায়দারপুর গ্রামের তালবাগান মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছির উদ্দীনের মৃত্যু হয়। নিহত আছির উদ্দিন হায়দারপুর গ্রামের মৃত মঈছ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আছির উদ্দিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের তালবাগান মোড়ে রাস্তা পার হওয়ার সময় সরোজগঞ্জ অভিমুখে যাওয়া একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে আছির উদ্দীনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ আসির উদ্দীন গুরুতর জখম হয়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয় হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন এবং উন্নত চিকিৎসা পরামর্শ দেন। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছির উদ্দীনের মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হায়দারপুর গ্রামের মুজিবুল হক বলেন, বৃদ্ধ আছির উদ্দীন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ঘটনার পর পরই তাকে আমরা হাসপাতালে ভর্তি করি। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পাওয়ার পর পরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।