ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

দেশের উন্নয়নের পেছনে প্রতিটি প্রবাসীর অবদান আছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখব তাদের অধিকার’ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার রুমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, অভিবাসন এখন সমগ্র বিশ্বে একটা অবশ্যম্ভাবী অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। অধিকাংশ দেশ জনঅভিবাসনের সঙ্গে সম্পৃক্ত। শ্রমের অপরিহার্যতা এবং অর্থনৈতিক উন্নয়নে জনশক্তির প্রয়োজনীয়তা এক দেশ থেকে অন্য দেশে কর্মী গমনকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, ‘প্রবাসী ভাইয়েদের ঘামের ফোটা, আমাদের এদেশের উন্নয়নে ভূমিকা রাখছে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসীরা অবর্ণনীয় কষ্টভোগ করেন। দেশের উন্নয়নের পেছনে প্রতিটি প্রবাসীর অবদান আছে। আমি সকলকে স্যালুট করি। প্রবাসে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার অনুরোধ করছি।’

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গা আঞ্চিলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. আব্দুস সাত্তার,  ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ইন্সট্রাক্টর আনোয়ার কবির, সাখাওয়াত হোসেন, ময়নুল ইসলাম শুভ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন আয়রুল ইসলাম ও আসমত হুসাইন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

দেশের উন্নয়নের পেছনে প্রতিটি প্রবাসীর অবদান আছে

আপলোড টাইম : ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখব তাদের অধিকার’ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার রুমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, অভিবাসন এখন সমগ্র বিশ্বে একটা অবশ্যম্ভাবী অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। অধিকাংশ দেশ জনঅভিবাসনের সঙ্গে সম্পৃক্ত। শ্রমের অপরিহার্যতা এবং অর্থনৈতিক উন্নয়নে জনশক্তির প্রয়োজনীয়তা এক দেশ থেকে অন্য দেশে কর্মী গমনকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, ‘প্রবাসী ভাইয়েদের ঘামের ফোটা, আমাদের এদেশের উন্নয়নে ভূমিকা রাখছে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসীরা অবর্ণনীয় কষ্টভোগ করেন। দেশের উন্নয়নের পেছনে প্রতিটি প্রবাসীর অবদান আছে। আমি সকলকে স্যালুট করি। প্রবাসে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার অনুরোধ করছি।’

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গা আঞ্চিলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. আব্দুস সাত্তার,  ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ইন্সট্রাক্টর আনোয়ার কবির, সাখাওয়াত হোসেন, ময়নুল ইসলাম শুভ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন আয়রুল ইসলাম ও আসমত হুসাইন।