ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অটিস্টিক স্কুলে সিলিং ফ্যান প্রদানকালে এসপি জাহিদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার প্রকাশ অটিস্টিক স্কুলে ৮টি সিলিং ফ্যান প্রদান করলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। গত সোমবার বিকেল পাঁচটায় তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ফ্যানগুলো তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। দিলীপ কুমার আগরওয়ালার মতো সমাজের বিত্তবানরা যদি মানুষের সেবাই হাত বাড়িয়ে দেয়, তাহলে বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের অনেক উপকার হয়। তিনি বলেন, আপনারা যারা এই স্কুলটিতে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনারাও একদিন প্রতিদান পাবেন। প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাহ দেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তাহলে সহজেই ভালো ভালো কাজ করা যাবে। চ্যারিটি করতে হবে। ভার্সিটিতে পড়াকালীন সময় থেকেই আমি চ্যারিটির সাথে যুক্ত। আমার মনে হয়, সবাই মিলে কাজ করলে সেটি বেশি ভালো হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন ও বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েস কুরুনি টিটু। খন্দকার আব্দুর রশীদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অটিস্টিক স্কুল প্রকাশের প্রধান শিক্ষক রোকনুজ্জামান টিপু। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, নাদিরা পারভীন, জান্নাতুল ফেরদৌস, আফরোজা খাতুন ও আফরিন ফেরদৌসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অটিস্টিক স্কুলে সিলিং ফ্যান প্রদানকালে এসপি জাহিদ

আপলোড টাইম : ০৯:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার প্রকাশ অটিস্টিক স্কুলে ৮টি সিলিং ফ্যান প্রদান করলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। গত সোমবার বিকেল পাঁচটায় তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ফ্যানগুলো তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। দিলীপ কুমার আগরওয়ালার মতো সমাজের বিত্তবানরা যদি মানুষের সেবাই হাত বাড়িয়ে দেয়, তাহলে বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের অনেক উপকার হয়। তিনি বলেন, আপনারা যারা এই স্কুলটিতে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনারাও একদিন প্রতিদান পাবেন। প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাহ দেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তাহলে সহজেই ভালো ভালো কাজ করা যাবে। চ্যারিটি করতে হবে। ভার্সিটিতে পড়াকালীন সময় থেকেই আমি চ্যারিটির সাথে যুক্ত। আমার মনে হয়, সবাই মিলে কাজ করলে সেটি বেশি ভালো হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন ও বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েস কুরুনি টিটু। খন্দকার আব্দুর রশীদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অটিস্টিক স্কুল প্রকাশের প্রধান শিক্ষক রোকনুজ্জামান টিপু। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, নাদিরা পারভীন, জান্নাতুল ফেরদৌস, আফরোজা খাতুন ও আফরিন ফেরদৌসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।