ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

বিনম্র চিত্তে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

সমীকরণ প্রতিবেদন:
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নানা কর্মসূচি পালন করে।

পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

চুয়াডাঙ্গা:
মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্য মেধাবী বাঙালিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহিদ হাসান চত্বরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও শহিদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করে শহিদ বুদ্ধিজীবীদের বিনম্র চিত্তে স্মরণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান

মোমবাতি প্রজ্বলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।

জেলা আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পন।

এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের পর চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, জেলা আওয়ামী যুবলীগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা সমবায় অফিস, জেলা শিল্পকলা একাডেমি, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, পেশাজীবী, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি:
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহিদ হাসান চত্বরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা হাসু, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন।

শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সোহরাব হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা যুবলীগ নেতা আব্দুর রশিদ, আজাদ আলী, পৌর যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি শাহাবুল ইসলাম, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, যুবলীগ নেতা সৈকতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

জেলা আওয়ামী যুবলীগের পুষ্পস্তবক অর্পণ

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ মাজার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শহিদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে শহিদদের স্মরণ করা হয়।

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) পুষ্পস্তবক অর্পণ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রকীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা থানর অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হোসাইন, ইন্সপেক্টর জামাল হোসেন ও মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।

পৌর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ৭১’র অগ্নিসেনা মইনুদ্দিন পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক ড. মাহাবুব আলম, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। সন্ধায় বধ্যভূমিতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ মোমবাতি প্রজ্জলন করেন।

দর্শনা:
দর্শনায় শহিদ বুদ্ধিজীবী পালনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে অধ্যক্ষ লতাফত হোসেন জোয়ার্দ্দার, অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক নাসির উদ্দীন স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে নিখোঁজ হন। এ তিনজন শিক্ষকের স্মরণে গতকাল সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শহিদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রধান অতিথি আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি এস এ এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, গোলাম ফারুক আরিফ ও সাবেক শিক্ষক হুমায়ন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় জীবননগর মুক্তমঞ্চে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। সকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ।
সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।

মুজিবনগর:
মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আনসার অ্যান্ড ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার সার্বিক সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন।

গাংনী:
গাংনীতে যথাযাগ্যে মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলাচেনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জামাল হোসেন ও গীতা পাঠ করেন উপজেলা প্রকল্প বাস্তবতা কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তী। গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মণ্টুর সঞ্চালনায় সভায় অতিথি থেকে বক্তব্য দেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হােেসন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিত কুমার নন্দী, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

বিনম্র চিত্তে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপলোড টাইম : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নানা কর্মসূচি পালন করে।

পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

চুয়াডাঙ্গা:
মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্য মেধাবী বাঙালিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহিদ হাসান চত্বরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও শহিদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করে শহিদ বুদ্ধিজীবীদের বিনম্র চিত্তে স্মরণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান

মোমবাতি প্রজ্বলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।

জেলা আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পন।

এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের পর চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, জেলা আওয়ামী যুবলীগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা সমবায় অফিস, জেলা শিল্পকলা একাডেমি, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, পেশাজীবী, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি:
শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহিদ হাসান চত্বরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা হাসু, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন।

শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক সোহরাব হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা যুবলীগ নেতা আব্দুর রশিদ, আজাদ আলী, পৌর যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি শাহাবুল ইসলাম, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, যুবলীগ নেতা সৈকতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

জেলা আওয়ামী যুবলীগের পুষ্পস্তবক অর্পণ

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ মাজার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শহিদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে শহিদদের স্মরণ করা হয়।

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) পুষ্পস্তবক অর্পণ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রকীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা থানর অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হোসাইন, ইন্সপেক্টর জামাল হোসেন ও মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।

পৌর আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ৭১’র অগ্নিসেনা মইনুদ্দিন পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক ড. মাহাবুব আলম, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। সন্ধায় বধ্যভূমিতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ মোমবাতি প্রজ্জলন করেন।

দর্শনা:
দর্শনায় শহিদ বুদ্ধিজীবী পালনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে অধ্যক্ষ লতাফত হোসেন জোয়ার্দ্দার, অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক নাসির উদ্দীন স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে নিখোঁজ হন। এ তিনজন শিক্ষকের স্মরণে গতকাল সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শহিদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রধান অতিথি আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। আরও উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি এস এ এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, গোলাম ফারুক আরিফ ও সাবেক শিক্ষক হুমায়ন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় জীবননগর মুক্তমঞ্চে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। সকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ।
সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।

মুজিবনগর:
মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আনসার অ্যান্ড ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার সার্বিক সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন।

গাংনী:
গাংনীতে যথাযাগ্যে মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলাচেনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জামাল হোসেন ও গীতা পাঠ করেন উপজেলা প্রকল্প বাস্তবতা কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তী। গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মণ্টুর সঞ্চালনায় সভায় অতিথি থেকে বক্তব্য দেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হােেসন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিত কুমার নন্দী, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।