ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছসেবী প্রতিষ্ঠানসমূহ এ অনুষ্ঠানটির আয়োজন করে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজসেবার কলেবর দিনদিন উন্নত হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে সেই কথা চিন্তা করেই তিনি সমাজসেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছিলেন। আজ বঙ্গবন্ধু না থাকলেও তারই সুযোগ্যকন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে বিভিন্ন ভাতা চালু করেছেন। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। তিনি একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি দেশের মানচিত্র। আজ আমরা যে দেশের মানচিত্রের উপর দাঁড়িয়ে আছি সেটা বঙ্গবন্ধুর অবদান। আমরা সৌভাগ্যবান যে, আমরা জাতীর জনকের সুযোগ্য কন্যাকে পেয়েছি।’

আালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র জাহাঙ্গির আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ প্রমুখ।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভিক্ষুকদের পুর্নবাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়ছে। সমাজ সেবা দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘সমাজ সেবা যেজন করে, পা বাড়ালেই পুণ্য বাড়ে’ এবং ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। সমাজ সেবা অফিসের সমাজ কর্মী হাফিজুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন। সভায় ৬ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য মোট ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপলক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার সাঈদ হাসান, উপজেলা সমবায় অফিসার হারুন-অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. ইসহাক, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, অনুদান ভোগী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সমাজ কর্মী রবিউল ইসলাম।

জীবননগর:

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় দিবসটি পালন করা হয়।  এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল।

এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম.আর বাবু, বীরমুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু, বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৫ জনকে ভাতা বই প্রদান ও সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) নিবন্ধন করা হয়।

গাংনী:

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যে মেহেরপুর গাংনী উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় গাংনী উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

উপজেলা সমাজ সেবা অফিসার কাজি মোহাম্মদ আবুল মুনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয়পার্টির জেলা কমিটির সভাপতি আব্দুল হালিমসহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, সংস্থার প্রতিনিধি ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মধ্যে বিনা শর্তে সুদ মুক্ত ঋণ, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও উপকার সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহ:

ঝিনাইদহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল সামী, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপলোড টাইম : ১০:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছসেবী প্রতিষ্ঠানসমূহ এ অনুষ্ঠানটির আয়োজন করে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজসেবার কলেবর দিনদিন উন্নত হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে সেই কথা চিন্তা করেই তিনি সমাজসেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছিলেন। আজ বঙ্গবন্ধু না থাকলেও তারই সুযোগ্যকন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে বিভিন্ন ভাতা চালু করেছেন। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। তিনি একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি দেশের মানচিত্র। আজ আমরা যে দেশের মানচিত্রের উপর দাঁড়িয়ে আছি সেটা বঙ্গবন্ধুর অবদান। আমরা সৌভাগ্যবান যে, আমরা জাতীর জনকের সুযোগ্য কন্যাকে পেয়েছি।’

আালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র জাহাঙ্গির আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ প্রমুখ।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভিক্ষুকদের পুর্নবাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়ছে। সমাজ সেবা দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘সমাজ সেবা যেজন করে, পা বাড়ালেই পুণ্য বাড়ে’ এবং ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। সমাজ সেবা অফিসের সমাজ কর্মী হাফিজুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন। সভায় ৬ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য মোট ৩ লক্ষ টাকা প্রদান করা হয়।

দামুড়হুদা:

দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপলক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার সাঈদ হাসান, উপজেলা সমবায় অফিসার হারুন-অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. ইসহাক, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, অনুদান ভোগী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সমাজ কর্মী রবিউল ইসলাম।

জীবননগর:

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় দিবসটি পালন করা হয়।  এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল।

এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম.আর বাবু, বীরমুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু, বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৫ জনকে ভাতা বই প্রদান ও সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) নিবন্ধন করা হয়।

গাংনী:

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যে মেহেরপুর গাংনী উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় গাংনী উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

উপজেলা সমাজ সেবা অফিসার কাজি মোহাম্মদ আবুল মুনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয়পার্টির জেলা কমিটির সভাপতি আব্দুল হালিমসহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, সংস্থার প্রতিনিধি ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মধ্যে বিনা শর্তে সুদ মুক্ত ঋণ, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও উপকার সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহ:

ঝিনাইদহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল সামী, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।