ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে সভা ও মিলাদ মাহফিল

কৃতজ্ঞ চিত্তে প্রয়াত সাংবাদিকদের স্মরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এর আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের সভাপত্বিতে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিথা ও বর্ষিয়ান সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন।

প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইসলাম রকিবের উপস্থাপনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি শেখ সেলিম, নাগরিক টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি এম এ হাসেম।

বক্তারা বলেন, স্মরণসভা সবসময় সংগঠনকে সংগঠিত করে। যারা চলে গেছেন, তারা ভালো কাজ করে গেছেন। তাদেরে ভালো কাজগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। আমরা প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের পরিবারের অনেকেই তাদের স্মৃতি স্মরণ করে চোখের পানি ঝরান।

প্রেসক্লাব সৃষ্টিলগ্ন থেকে কৃতজ্ঞ চিত্রে যাদেরকে আজও মনের মনিকোঠায় স্মরণ করে চলেছে, তারা হলেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আতিয়ার রহমান, শহীদ সাংবাদিক মোহাম্মদ আলী পাকিস্তান অবজারভার ও দৈনিক সংবাদের চুয়াডাঙ্গা মহাকুমার প্রতিনিধি ছিলেন। ১৯৭১ সালের ২৬ শে জুলাই নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় পাকিস্তান সেনারা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অ্যাডভোকেট এ কে এম মুসা দি নিউ নেশন, বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (পিআইবি), দি বাংলাদেশ টাইম, দৈনিক ইত্তেফাক, এবং বাংলাদেশ বেতারে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।

দৈনিক জনতার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ফিরোজ খান, তিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার বেলাল, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক চুয়াডাঙ্গার’ সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। আরও স্মরণ করেন মোহাম্মদ ওয়াদুদ হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনু, চুয়াডাঙ্গা সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান নূর আলী, মকবুলার রহমান, সাংবাদিক তানজিব হাসান রনি প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভার দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হাসান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে সভা ও মিলাদ মাহফিল

কৃতজ্ঞ চিত্তে প্রয়াত সাংবাদিকদের স্মরণ

আপলোড টাইম : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এর আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের সভাপত্বিতে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিথা ও বর্ষিয়ান সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন।

প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইসলাম রকিবের উপস্থাপনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি শেখ সেলিম, নাগরিক টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি এম এ হাসেম।

বক্তারা বলেন, স্মরণসভা সবসময় সংগঠনকে সংগঠিত করে। যারা চলে গেছেন, তারা ভালো কাজ করে গেছেন। তাদেরে ভালো কাজগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। আমরা প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের পরিবারের অনেকেই তাদের স্মৃতি স্মরণ করে চোখের পানি ঝরান।

প্রেসক্লাব সৃষ্টিলগ্ন থেকে কৃতজ্ঞ চিত্রে যাদেরকে আজও মনের মনিকোঠায় স্মরণ করে চলেছে, তারা হলেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আতিয়ার রহমান, শহীদ সাংবাদিক মোহাম্মদ আলী পাকিস্তান অবজারভার ও দৈনিক সংবাদের চুয়াডাঙ্গা মহাকুমার প্রতিনিধি ছিলেন। ১৯৭১ সালের ২৬ শে জুলাই নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় পাকিস্তান সেনারা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অ্যাডভোকেট এ কে এম মুসা দি নিউ নেশন, বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (পিআইবি), দি বাংলাদেশ টাইম, দৈনিক ইত্তেফাক, এবং বাংলাদেশ বেতারে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।

দৈনিক জনতার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ফিরোজ খান, তিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার বেলাল, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক চুয়াডাঙ্গার’ সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। আরও স্মরণ করেন মোহাম্মদ ওয়াদুদ হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনু, চুয়াডাঙ্গা সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান নূর আলী, মকবুলার রহমান, সাংবাদিক তানজিব হাসান রনি প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভার দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হাসান।