ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জিপু চৌধুরী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদালয়ে ভর্তি পরিক্ষায় সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা ঝিনুক মাধমিক বালিকা বিদ্যালয়। গতকাল রোববার বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘লক্ষ্য ঠিক করতে হবে। বড় স্বপ্নও দেখতে হবে। তবে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। আমরাও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। আমরা তোমাদের নিয়ে গর্ব করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ স্মার্ট এবং উন্নত হবে। আগামীর সেই ভবিষ্যত তোমরাই। নিজেদের যোগ্য করে গড়ে তোলো।’

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড. মুনসুর উদ্দীন মোল্লা, গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি কামরুন্নাহার শিলা খান, ম্যানেজিং কমিটির সদস্য ইউনুস আলী, রনি মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত ছাত্রীরা হলেন- খুলনা মেডিকেলে চান্সপ্রাপ্ত আশফিকা তাহসিন ইথিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুমাইয়া ইসলাম সারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উম্মে হাফসা, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেমা রায়, ইসলামি বিশ্ববিদ্যালয়ে সৈয়দা সায়মা রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহানা সুলতানা রিমি। সংবর্ধনা পেয়ে সংক্ষিপ্ত অনূভূতি ব্যক্ত করেন কৃতী ছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন শরিফা তাবিয়া, আফিসা জান্নাত ও সুমাইয়া আক্তার রিফাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জিপু চৌধুরী

আপলোড টাইম : ০৮:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদালয়ে ভর্তি পরিক্ষায় সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা ঝিনুক মাধমিক বালিকা বিদ্যালয়। গতকাল রোববার বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘লক্ষ্য ঠিক করতে হবে। বড় স্বপ্নও দেখতে হবে। তবে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। আমরাও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। আমরা তোমাদের নিয়ে গর্ব করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ স্মার্ট এবং উন্নত হবে। আগামীর সেই ভবিষ্যত তোমরাই। নিজেদের যোগ্য করে গড়ে তোলো।’

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড. মুনসুর উদ্দীন মোল্লা, গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি কামরুন্নাহার শিলা খান, ম্যানেজিং কমিটির সদস্য ইউনুস আলী, রনি মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত ছাত্রীরা হলেন- খুলনা মেডিকেলে চান্সপ্রাপ্ত আশফিকা তাহসিন ইথিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুমাইয়া ইসলাম সারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উম্মে হাফসা, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেমা রায়, ইসলামি বিশ্ববিদ্যালয়ে সৈয়দা সায়মা রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহানা সুলতানা রিমি। সংবর্ধনা পেয়ে সংক্ষিপ্ত অনূভূতি ব্যক্ত করেন কৃতী ছাত্রীরা। বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন শরিফা তাবিয়া, আফিসা জান্নাত ও সুমাইয়া আক্তার রিফাহ।