ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ ছয়জন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা ও ১২৯ বোতল ফেনসিডিলসহ মোট ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা ও বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার থানাধীন কুতুবপুর বাজার এলাকা ও দর্শনার নেহালপুরে পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুতুবপুরে আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে মোতালেব সাহা (৩৭) ও আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামের তাহের মণ্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮)।

        প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-৬, সিপিসি-২ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গার কুতুবপুর বাজার এলাকায় দুজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা নিশ্চিতে গতকাল দুপুরেই কুতুবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় কুতুবপুর বাজারে মিতা ফার্মেসির সামনে থেকে ছয় কেজি গাঁজাসহ মোতালেব সাহা ও জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরবর্তীতে আটকৃত দুজনকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়।

এদিকে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাবের অপর একটি দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নেহালপুর বাজারে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দন্তগ্রাম ভূঁইয়াপাড়ার সবুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৭), একই এলাকার মোল্লাপাড়ার মিজানুর রহমানের ছেলে আজিজুল প্রধান (২৩), ইব্রাহিম ভূইয়ার স্ত্রী মায়া খাতুন (৩৮) ও একই এলাকার মসজিদপাড়ার আবুল হোসেনের ছেলে মিলন হোসেন।

        আটকের পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের নিজ হেফাজত হতে ১২৯ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, নগদ এক হাজর টাকা ও একটি ইজিবাইক উদ্ধার পূর্বক জব্দ করে র‌্যাব। পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামিদের চুয়াডাঙ্গার দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও দর্শনায় গাঁজা ও ফেনসিডিলসহ ছয়জন আটক

আপলোড টাইম : ০৫:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা ও ১২৯ বোতল ফেনসিডিলসহ মোট ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা ও বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার থানাধীন কুতুবপুর বাজার এলাকা ও দর্শনার নেহালপুরে পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুতুবপুরে আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের মৃত সবেদ আলীর ছেলে মোতালেব সাহা (৩৭) ও আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর গ্রামের তাহের মণ্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮)।

        প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-৬, সিপিসি-২ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গার কুতুবপুর বাজার এলাকায় দুজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা নিশ্চিতে গতকাল দুপুরেই কুতুবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। এসময় কুতুবপুর বাজারে মিতা ফার্মেসির সামনে থেকে ছয় কেজি গাঁজাসহ মোতালেব সাহা ও জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরবর্তীতে আটকৃত দুজনকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়।

এদিকে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাবের অপর একটি দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নেহালপুর বাজারে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দন্তগ্রাম ভূঁইয়াপাড়ার সবুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৭), একই এলাকার মোল্লাপাড়ার মিজানুর রহমানের ছেলে আজিজুল প্রধান (২৩), ইব্রাহিম ভূইয়ার স্ত্রী মায়া খাতুন (৩৮) ও একই এলাকার মসজিদপাড়ার আবুল হোসেনের ছেলে মিলন হোসেন।

        আটকের পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের নিজ হেফাজত হতে ১২৯ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, নগদ এক হাজর টাকা ও একটি ইজিবাইক উদ্ধার পূর্বক জব্দ করে র‌্যাব। পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামিদের চুয়াডাঙ্গার দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।