ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আলোচনা সভায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

          প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। নদীমাতৃক কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সামগ্রিক উন্নয়নে সঠিক ও পরিকল্পিত পানিসম্পদ ব্যবস্থাপনার ভূমিকা অপরিসীম। দেশে ফসল উৎপাদন, সেচ ও গৃহস্থালি কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাটির নিচে পানির আধার সুরক্ষা ও পানির গুণাগুণ বজায় রাখতে ভূউপরস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

          আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। এর আগে, বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতীয় আয়োজনটি প্রজেক্টরের মাধ্যমে চুয়াডাঙ্গার আলোচনা সভা স্থলে দেখানো হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রাণী সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সরকারি কলেজের প্রভাসক জিয়াউর রহমান, মহিলা কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস, আল ইকরা ক্যাডেট একাডেমীর শিক্ষক রাজু আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

জীবননগর:

জীবননগরে জাতীয় পানি দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেষ চন্দ্র পাল,উপজেলা মৎস্য অফিসার দীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প অফিসার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাজীব আহাম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী পরিচালক বকুল আহাম্মেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আলোচনা সভায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

          প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। নদীমাতৃক কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সামগ্রিক উন্নয়নে সঠিক ও পরিকল্পিত পানিসম্পদ ব্যবস্থাপনার ভূমিকা অপরিসীম। দেশে ফসল উৎপাদন, সেচ ও গৃহস্থালি কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাটির নিচে পানির আধার সুরক্ষা ও পানির গুণাগুণ বজায় রাখতে ভূউপরস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

          আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। এর আগে, বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতীয় আয়োজনটি প্রজেক্টরের মাধ্যমে চুয়াডাঙ্গার আলোচনা সভা স্থলে দেখানো হয়।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রাণী সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সরকারি কলেজের প্রভাসক জিয়াউর রহমান, মহিলা কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস, আল ইকরা ক্যাডেট একাডেমীর শিক্ষক রাজু আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

জীবননগর:

জীবননগরে জাতীয় পানি দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেষ চন্দ্র পাল,উপজেলা মৎস্য অফিসার দীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প অফিসার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাজীব আহাম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী পরিচালক বকুল আহাম্মেদ।