ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে খুন হওয়া চুয়াডাঙ্গার তন্ময়ের দাফন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে খুন হওয়া চুয়াডাঙ্গার সন্তান এস এম মঈন উদ্দীন তন্ময়ের নিথর দেহ নেওয়া হচ্ছে তাঁর নিজ বাড়িতে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর পরিবারের স্বজনরা চট্টগ্রাম থেকে লাশ নিয়ে রওনা হন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশবাহী গাড়িসহ তাঁরা চুয়াডাঙ্গার পথেই ছিল। লাশ পৌঁছালে আজই তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে আজ সকাল ১০টায় প্রাথমিকভাবে তাঁর দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে চট্টগ্রামের খুলশী থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

নিহত এস এম মঈন উদ্দীন তন্ময়ের সেজ চাচা অ্যাড. শরীফ উদ্দীন হাসু গতকাল রাতে জানান, গতকাল সকালে তাঁরা চট্টগ্রামে গিয়ে পৌঁছান। সেখানে আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের কার্যক্রমের জন্য দুপুর গড়িয়ে যায়। সকল কার্যক্রম শেষ করে বিকেলে তাঁর মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ ভোর নাগাদ নিজ বাড়িতে মরদেহ নেওয়া হবে। এরপর সকাল ১০টায় জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকাজ শেষ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চট্টগ্রামে খুন হওয়া চুয়াডাঙ্গার তন্ময়ের দাফন আজ

আপলোড টাইম : ০৮:৩১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে খুন হওয়া চুয়াডাঙ্গার সন্তান এস এম মঈন উদ্দীন তন্ময়ের নিথর দেহ নেওয়া হচ্ছে তাঁর নিজ বাড়িতে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর পরিবারের স্বজনরা চট্টগ্রাম থেকে লাশ নিয়ে রওনা হন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশবাহী গাড়িসহ তাঁরা চুয়াডাঙ্গার পথেই ছিল। লাশ পৌঁছালে আজই তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে আজ সকাল ১০টায় প্রাথমিকভাবে তাঁর দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে চট্টগ্রামের খুলশী থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

নিহত এস এম মঈন উদ্দীন তন্ময়ের সেজ চাচা অ্যাড. শরীফ উদ্দীন হাসু গতকাল রাতে জানান, গতকাল সকালে তাঁরা চট্টগ্রামে গিয়ে পৌঁছান। সেখানে আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের কার্যক্রমের জন্য দুপুর গড়িয়ে যায়। সকল কার্যক্রম শেষ করে বিকেলে তাঁর মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ ভোর নাগাদ নিজ বাড়িতে মরদেহ নেওয়া হবে। এরপর সকাল ১০টায় জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকাজ শেষ করা হবে।