ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

গড়াইটুপিতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, আসবাবপত্র পুড়ে ছায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামের খালপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে গড়াইটুপি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক পেশায় একজন রংমিস্ত্রি। ভাড়া থাকেন গড়াইটুপি গ্রামের মোতালেব হোসেনের বাড়িতে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এসময় আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, আসবাবপত্রসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। পরে প্রতিবেশীরা সহায়তায় করে আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাকের স্ত্রী বলেন, ‘আমি গরিব মানুষ। আমার স্বামী পেশায় রংমিস্ত্রি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।’
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা শোনামাত্রই ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে দেখা করেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আরও সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গড়াইটুপিতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, আসবাবপত্র পুড়ে ছায়

আপলোড টাইম : ০৮:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামের খালপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে গড়াইটুপি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক পেশায় একজন রংমিস্ত্রি। ভাড়া থাকেন গড়াইটুপি গ্রামের মোতালেব হোসেনের বাড়িতে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এসময় আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, আসবাবপত্রসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। পরে প্রতিবেশীরা সহায়তায় করে আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাকের স্ত্রী বলেন, ‘আমি গরিব মানুষ। আমার স্বামী পেশায় রংমিস্ত্রি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা, ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।’
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা শোনামাত্রই ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে দেখা করেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আরও সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।