ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

‘গায়েবী’ মামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিবৃতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

গত শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব পরিচ্ছন্ন ছাত্রনেতা মাজেদুল আলম মেহেদীকে মুক্তিপাড়াস্থ বাসার সামনে থেকে গ্রেপ্তার করে গায়েবী মামলা সাজানো হয়েছে। মামালায় মেহেদীসহ ছাত্রদলের ৯ জন নেতাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। মামলা হওয়ার মতো কোনো ঘটনা না ঘটলেও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন মুরশিদ, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল ও চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তুষার আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গ্রেপ্তার এবং গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চুয়াডাঙ্গা শহর ও গ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। অথচ সুন্দরভাবে প্রশাসন নাটক মঞ্চস্থ করে আরেকটি গায়েবী মামলার জন্ম দিল। চুয়াডাঙ্গাতে শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়, কোনো সহিংসতা আমরা চাই না। প্রশাসনের কাছে ন্যূনতম বিবেকবান আচরণ কিংবা কিছুটা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা কি যায় না?
একটি রাজনৈতিক দলকে নগ্নভাবে সাপোর্ট দিতে গিয়ে সচেতন জনগণের কাছে প্রশাসন ক্রমেই আস্থা হারাচ্ছে। ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার হওয়া বিএনপি, যুবদল নেতার মুক্তি এবং মিথ্যা মামলায় আসামি করা ৩৭ জনের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে অহেতুক হয়রানিমূলক অভিযান বন্ধের দাবি করছি। (প্রেস বিজ্ঞপ্তি)

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

‘গায়েবী’ মামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিবৃতি

আপলোড টাইম : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২

গত শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব পরিচ্ছন্ন ছাত্রনেতা মাজেদুল আলম মেহেদীকে মুক্তিপাড়াস্থ বাসার সামনে থেকে গ্রেপ্তার করে গায়েবী মামলা সাজানো হয়েছে। মামালায় মেহেদীসহ ছাত্রদলের ৯ জন নেতাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। মামলা হওয়ার মতো কোনো ঘটনা না ঘটলেও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন মুরশিদ, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল ও চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তুষার আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গ্রেপ্তার এবং গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চুয়াডাঙ্গা শহর ও গ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। অথচ সুন্দরভাবে প্রশাসন নাটক মঞ্চস্থ করে আরেকটি গায়েবী মামলার জন্ম দিল। চুয়াডাঙ্গাতে শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়, কোনো সহিংসতা আমরা চাই না। প্রশাসনের কাছে ন্যূনতম বিবেকবান আচরণ কিংবা কিছুটা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা কি যায় না?
একটি রাজনৈতিক দলকে নগ্নভাবে সাপোর্ট দিতে গিয়ে সচেতন জনগণের কাছে প্রশাসন ক্রমেই আস্থা হারাচ্ছে। ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার হওয়া বিএনপি, যুবদল নেতার মুক্তি এবং মিথ্যা মামলায় আসামি করা ৩৭ জনের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে অহেতুক হয়রানিমূলক অভিযান বন্ধের দাবি করছি। (প্রেস বিজ্ঞপ্তি)