ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

গাঁজা-ইয়াবাসহ আটক তিনজনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার উজিরপুর ও কুড়ুলগাছি গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। সাজাপ্রাপ্তরা হলেন- উজিরপুর ঈদগাহ পাড়ার ইউসুফ আলীর ছেলে আবুল হোসেন (৫০), একই এলাকার মৃত আশা মন্ডলের ছেলে আদম আলী (৬০) ও কুড়ুলগাছি গুলশানপাড়ার মৃত নবিছদ্দিনের মেয়ে নিলুফা ইয়াসমিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। অপর দিকে, সকাল ১০টার দিকে আদম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা এবং নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯২ গ্রাম গাঁজা ও ২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আবুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আদম আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নিলুফা ইয়াসমিনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাঁজা-ইয়াবাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার উজিরপুর ও কুড়ুলগাছি গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। সাজাপ্রাপ্তরা হলেন- উজিরপুর ঈদগাহ পাড়ার ইউসুফ আলীর ছেলে আবুল হোসেন (৫০), একই এলাকার মৃত আশা মন্ডলের ছেলে আদম আলী (৬০) ও কুড়ুলগাছি গুলশানপাড়ার মৃত নবিছদ্দিনের মেয়ে নিলুফা ইয়াসমিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। অপর দিকে, সকাল ১০টার দিকে আদম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা এবং নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯২ গ্রাম গাঁজা ও ২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আবুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আদম আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নিলুফা ইয়াসমিনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।