ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

খাদিমপুরে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিদেবক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের শুরু থেকেই যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করছে যুবলীগ। এর অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর বটতলী মোড়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গরিব-অসহায় এবং সমাজের পিছিয়ে পড়া পরিবারের মাঝে ভোগ্যপণ্যের পাশাপাশি নানা ধরনের সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই সঙ্কটকালে গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে দেশের সকলস্থানে যুবলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে। যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।’

এসময় নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন- ‘আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের মন্ত্রীরা শপথ নিলেও ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে।’

খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার।

খাদিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিল্ট মিয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা রামীম হাসান সৈকত, যুবলীগ নেতা সাইদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন আলম, রতন, আশাবুল, মিল্টন আলী, সাগর আলী, হাসান মহাম্মদ, সেরেগুল, স্বপন মিয়া, খাইরুল ইসলাম, সেলিম, খোকন, হনিফ, আলম, বাবলু, ফারুক, সিরাজুল, হায়াত, খাইরুল, সুজন, রিয়াদ, সাগর, ঠাণ্ডু, আসিক, রাসেল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

খাদিমপুরে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড টাইম : ০৮:৩৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিদেবক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের শুরু থেকেই যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করছে যুবলীগ। এর অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর বটতলী মোড়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গরিব-অসহায় এবং সমাজের পিছিয়ে পড়া পরিবারের মাঝে ভোগ্যপণ্যের পাশাপাশি নানা ধরনের সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই সঙ্কটকালে গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে দেশের সকলস্থানে যুবলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে। যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।’

এসময় নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন- ‘আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের মন্ত্রীরা শপথ নিলেও ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে।’

খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার।

খাদিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিল্ট মিয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা রামীম হাসান সৈকত, যুবলীগ নেতা সাইদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন আলম, রতন, আশাবুল, মিল্টন আলী, সাগর আলী, হাসান মহাম্মদ, সেরেগুল, স্বপন মিয়া, খাইরুল ইসলাম, সেলিম, খোকন, হনিফ, আলম, বাবলু, ফারুক, সিরাজুল, হায়াত, খাইরুল, সুজন, রিয়াদ, সাগর, ঠাণ্ডু, আসিক, রাসেল প্রমুখ।