ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি নির্ধারণের নির্বাচন আজ। নির্বাচনে নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পূর্বে প্রার্থীদের সকল প্রকার প্রচার—প্রচারণা নিষিদ্ধ হলেও দুই পক্ষের লোকজনই গ্রামে গ্রামে ভোটারদের কাছে শেষ বারের মতো ছুটে গেছেন ভোট চাওয়ার জন্য। আর এ নিয়ে রাতুল হাসান প্যানেলের ভাদু ও আব্দুল মতিন প্যানেলের জামিরের মধ্যে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাদু ও মতিন দুজনেই আহত হন।

জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে খাড়াগোদা গ্রামে মাঝেরপাড়ায় ভোট চাইতে যান ভাদু ও মতিন দুই পক্ষের কর্মীরা। একপর্যায়ে তারা মুখোমুখী হলে শুরু হয় কথা কাটাকাটি। পরে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় তিতুদহ ক্যাম্পে মোট ১৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন জামির হোসেন।

আহত ভাদু মন্ডল বলেন, ‘আমি রাতে বাসায় যাচ্ছিলাম। খাড়াগোদা জামে মসজিদের নিকট পেঁৗছালে পূর্ব শত্রুতার জেরে পিছন থেকে হঠাৎ জামির এসে আমার ওপর আক্রমণ করে বসে। এতে আমি গুরুতর আহত হই। আমি কিছুই জানি না কেন হঠাৎ এমন আক্রমণ।’ জামির হোসেন বলেন, ‘আমি ভোটারদের কাছে গিয়েছিলাম। হঠাৎ রাতুল হাসানের ভাই আরিফুজ্জামান পিলু ও ভাদুসহ ১৫—২০ জন আমাকে অন্ধকারে আক্রমণ করে।’

বিষয়টি নিয়ে গতকাল রাতে খাড়াগোদা বাজারে দুপক্ষের প্রায় ৩শ কর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে রাত সাড়ে ১০টার দিকে তিতুদহ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

সভাপতি প্রার্থী রাতুল হাসান বলেন, ‘আমার ওপর পুরাতন কোনো রাগ থাকতে পারে জামিরের। যার কারণে সে আমার কর্মীদের ওপর হামলা  চালিয়েছে। তবে ভোটের মাঠে আমার কর্মীকে এভাবে আহত করার বিচার চেয়ে অবশ্যই আইনের সহায়তা নেব।’ অপর সভাপতি প্রার্থী আব্দুল মতিন বলেন, ‘কয়েকজন মিলে আমার প্রার্থীর ওপর হামলার ঘটনায় তিতুদহ ক্যাম্পে অভিযোগ করেছি।’ এদিকে, এ ঘটনার পর স্থানীয় ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ ফকীর ফেরদৌস বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। শনিবার (আজ) ভোটের মাঠে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ

আপলোড টাইম : ০৩:৫০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি নির্ধারণের নির্বাচন আজ। নির্বাচনে নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পূর্বে প্রার্থীদের সকল প্রকার প্রচার—প্রচারণা নিষিদ্ধ হলেও দুই পক্ষের লোকজনই গ্রামে গ্রামে ভোটারদের কাছে শেষ বারের মতো ছুটে গেছেন ভোট চাওয়ার জন্য। আর এ নিয়ে রাতুল হাসান প্যানেলের ভাদু ও আব্দুল মতিন প্যানেলের জামিরের মধ্যে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাদু ও মতিন দুজনেই আহত হন।

জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে খাড়াগোদা গ্রামে মাঝেরপাড়ায় ভোট চাইতে যান ভাদু ও মতিন দুই পক্ষের কর্মীরা। একপর্যায়ে তারা মুখোমুখী হলে শুরু হয় কথা কাটাকাটি। পরে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় তিতুদহ ক্যাম্পে মোট ১৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন জামির হোসেন।

আহত ভাদু মন্ডল বলেন, ‘আমি রাতে বাসায় যাচ্ছিলাম। খাড়াগোদা জামে মসজিদের নিকট পেঁৗছালে পূর্ব শত্রুতার জেরে পিছন থেকে হঠাৎ জামির এসে আমার ওপর আক্রমণ করে বসে। এতে আমি গুরুতর আহত হই। আমি কিছুই জানি না কেন হঠাৎ এমন আক্রমণ।’ জামির হোসেন বলেন, ‘আমি ভোটারদের কাছে গিয়েছিলাম। হঠাৎ রাতুল হাসানের ভাই আরিফুজ্জামান পিলু ও ভাদুসহ ১৫—২০ জন আমাকে অন্ধকারে আক্রমণ করে।’

বিষয়টি নিয়ে গতকাল রাতে খাড়াগোদা বাজারে দুপক্ষের প্রায় ৩শ কর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে রাত সাড়ে ১০টার দিকে তিতুদহ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

সভাপতি প্রার্থী রাতুল হাসান বলেন, ‘আমার ওপর পুরাতন কোনো রাগ থাকতে পারে জামিরের। যার কারণে সে আমার কর্মীদের ওপর হামলা  চালিয়েছে। তবে ভোটের মাঠে আমার কর্মীকে এভাবে আহত করার বিচার চেয়ে অবশ্যই আইনের সহায়তা নেব।’ অপর সভাপতি প্রার্থী আব্দুল মতিন বলেন, ‘কয়েকজন মিলে আমার প্রার্থীর ওপর হামলার ঘটনায় তিতুদহ ক্যাম্পে অভিযোগ করেছি।’ এদিকে, এ ঘটনার পর স্থানীয় ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ ফকীর ফেরদৌস বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। শনিবার (আজ) ভোটের মাঠে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’