ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

কুড়ুলগাছিতে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ও বাজার স্থিতিশীল রাখতে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। কুড়ুলগাছি বাজারের কাউন্সিল মোড়ে মেসার্স রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলাম ভোক্তা পর্যায়ে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামকে সতর্ক করে দিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এছাড়াও কেউ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কেউ যাতে কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বেশি না নিতে পারে, সে বিষয়ে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুড়ুলগাছিতে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আপলোড টাইম : ০১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

প্রতিবেদক কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ও বাজার স্থিতিশীল রাখতে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। কুড়ুলগাছি বাজারের কাউন্সিল মোড়ে মেসার্স রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলাম ভোক্তা পর্যায়ে বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামকে সতর্ক করে দিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এছাড়াও কেউ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কেউ যাতে কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বেশি না নিতে পারে, সে বিষয়ে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে।