ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / ৫৭ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে শেষ হয় বেলা ৩টায়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান ও ম্যানেজার নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হাকিম এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ উদ্দীন। ভোটযুদ্ধে ১২টি পদের বিপরীতে অংশগ্রহণ করেন ২২ জন প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর ব্যবস্থা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা ৬৩৮ জন। চেয়ারম্যান, ম্যানেজার পদসহ মোট ১২টি পদে ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছিলেন। ভোট গ্রহণ শেষে সভাপতি পদে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান (চেয়ার প্রতীক) ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী (ছাতা প্রতীক) পেয়েছেন ২৭২ ভোট। সহসভাপতি পদে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন ফিরোজ মুন্সি (তালা-চাবি প্রতীক) ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হক আশা (হাতপাখা) পেয়েছেন ১৩৮ ভোট। ম্যানেজার (সম্পাদক) পদে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল হাকিম (কলস) ও তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ম্যানেজার আশরাফুল হক জাকির (মোরগ) পেয়েছেন ১৬৬ ভোট, মাজহারুল ইসলাম (হরিণ) পেয়েছেন ১৮৬ ভোট।
সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে মো.আব্দুল মান্নান (ফুটবল), ৬ নম্বর ওয়ার্ডে মো. রমযান আলী (ফুটবল), ৮ নম্বর ওয়ার্ডে মো. মতিয়ার রহমান (মই) প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও ২ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল গনি, ৩ নম্বর ওয়ার্ডে সাজেদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে মো. রবিউল হক ও ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লি.-এর নির্বাচন কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় অফিসের পরিদর্শক মো.আব্দুর রাশেদ এবং নির্বাচন কমিটির সদস্য ও দামুড়হুদা বিআরডিবি-এর পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড টাইম : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে শেষ হয় বেলা ৩টায়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান ও ম্যানেজার নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হাকিম এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ উদ্দীন। ভোটযুদ্ধে ১২টি পদের বিপরীতে অংশগ্রহণ করেন ২২ জন প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর ব্যবস্থা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা ৬৩৮ জন। চেয়ারম্যান, ম্যানেজার পদসহ মোট ১২টি পদে ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছিলেন। ভোট গ্রহণ শেষে সভাপতি পদে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান (চেয়ার প্রতীক) ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী (ছাতা প্রতীক) পেয়েছেন ২৭২ ভোট। সহসভাপতি পদে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন ফিরোজ মুন্সি (তালা-চাবি প্রতীক) ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হক আশা (হাতপাখা) পেয়েছেন ১৩৮ ভোট। ম্যানেজার (সম্পাদক) পদে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল হাকিম (কলস) ও তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ম্যানেজার আশরাফুল হক জাকির (মোরগ) পেয়েছেন ১৬৬ ভোট, মাজহারুল ইসলাম (হরিণ) পেয়েছেন ১৮৬ ভোট।
সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে মো.আব্দুল মান্নান (ফুটবল), ৬ নম্বর ওয়ার্ডে মো. রমযান আলী (ফুটবল), ৮ নম্বর ওয়ার্ডে মো. মতিয়ার রহমান (মই) প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও ২ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল গনি, ৩ নম্বর ওয়ার্ডে সাজেদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে মো. রবিউল হক ও ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লি.-এর নির্বাচন কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় অফিসের পরিদর্শক মো.আব্দুর রাশেদ এবং নির্বাচন কমিটির সদস্য ও দামুড়হুদা বিআরডিবি-এর পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন।