ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

কুতুবপুর ইউনিয়নে মানিক আবারও চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র। এ ইউনিয়নের একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হলেও, ওই কেন্দ্রের মোট ভোটের থেকেও বেশি ব্যবধানে হাসানুজ্জামান মানিক এগিয়ে আছেন। নির্বাচন কমিশনের অনুমতি পেলেই রির্টানিং অফিসারের কার্যালয় থেকে হাসানুজ্জামান মানিককে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচন নয়, একটিমাত্র কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এই ইউনিয়নের ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করায় এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি ভোটে এগিয়ে আছেন হাসানুজ্জামান মানিক। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৭৯। আলী আহম্মেদ হাসানুজ্জামান ভোট পেয়েছেন ১১ হাজার ৩৫ ভোট। সে হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, ‘কুতুবপুর ইউনিয়ন পরিষদে আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক বিপুল ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকায় নির্বাচন কমিশনের অনুমতি পেলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। ইতোমধ্যে, নির্বাচন কমিশনে অনুমতিও চাওয়া হয়েছে।’

উল্লেখ্য, এ ইউনিয়নে স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী জুয়েল রানা ভোট পেয়েছেন ৩ হাজার ৯১৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক (হাত পাখা) পেয়েছেন ৯৬ ভোট, স্বতন্ত্র শাখাওয়াত হোসেন টাইগার (আনারস) পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট, আক্তার হোসেন রনি (ঘোড়া) পেয়েছেন ৮ ভোট ও নজরুল ইসলাম (মটর সাইকেল) পেয়েছেন ৩০১ ভোট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুতুবপুর ইউনিয়নে মানিক আবারও চেয়ারম্যান নির্বাচিত

আপলোড টাইম : ০৫:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র। এ ইউনিয়নের একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হলেও, ওই কেন্দ্রের মোট ভোটের থেকেও বেশি ব্যবধানে হাসানুজ্জামান মানিক এগিয়ে আছেন। নির্বাচন কমিশনের অনুমতি পেলেই রির্টানিং অফিসারের কার্যালয় থেকে হাসানুজ্জামান মানিককে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচন নয়, একটিমাত্র কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এই ইউনিয়নের ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করায় এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি ভোটে এগিয়ে আছেন হাসানুজ্জামান মানিক। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৭৯। আলী আহম্মেদ হাসানুজ্জামান ভোট পেয়েছেন ১১ হাজার ৩৫ ভোট। সে হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, ‘কুতুবপুর ইউনিয়ন পরিষদে আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক বিপুল ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকায় নির্বাচন কমিশনের অনুমতি পেলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। ইতোমধ্যে, নির্বাচন কমিশনে অনুমতিও চাওয়া হয়েছে।’

উল্লেখ্য, এ ইউনিয়নে স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী জুয়েল রানা ভোট পেয়েছেন ৩ হাজার ৯১৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক (হাত পাখা) পেয়েছেন ৯৬ ভোট, স্বতন্ত্র শাখাওয়াত হোসেন টাইগার (আনারস) পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট, আক্তার হোসেন রনি (ঘোড়া) পেয়েছেন ৮ ভোট ও নজরুল ইসলাম (মটর সাইকেল) পেয়েছেন ৩০১ ভোট।