ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

কুড়ুলগাছিতে সড়ক দুর্ঘটনায় ঝরল শিশু ঝরার প্রাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে আলমসাধুর ধাক্কায় শাহরিয়ার হেলাল ঝরা খাতুন নামের চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা-মুজিনগর সড়কের কুড়ুলগাছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। শাহরিয়ার হেলাল ঝরা খাতুন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের হিসাবরক্ষক শাহরিয়ার হেলাল ঝলকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা-মুজিবনগর সড়কের পাশে শিশুদের সাথে খেলা করছিল ঝরা। হঠাৎ রাস্তার বিপরীত পাশে তার মামাকে দেখতে পেয়ে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলমসাধুর সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় ঝরা। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল হাসপাতালে পৌঁছানোর পর রাত সাড়ে ৭টার দিকে ঝরা মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহা বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুড়ুলগাছিতে সড়ক দুর্ঘটনায় ঝরল শিশু ঝরার প্রাণ

আপলোড টাইম : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে আলমসাধুর ধাক্কায় শাহরিয়ার হেলাল ঝরা খাতুন নামের চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা-মুজিনগর সড়কের কুড়ুলগাছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। শাহরিয়ার হেলাল ঝরা খাতুন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের হিসাবরক্ষক শাহরিয়ার হেলাল ঝলকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা-মুজিবনগর সড়কের পাশে শিশুদের সাথে খেলা করছিল ঝরা। হঠাৎ রাস্তার বিপরীত পাশে তার মামাকে দেখতে পেয়ে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলমসাধুর সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় ঝরা। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল হাসপাতালে পৌঁছানোর পর রাত সাড়ে ৭টার দিকে ঝরা মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহা বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।