ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় মসজিদে জুমার নামাজে মারামারি

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা
  • আপলোড টাইম : ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / ৪০ বার পড়া হয়েছে

দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়া জামে মসজিদে সরকারি অনুদানের টাকাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, জুমার নামাজের বাংলা বয়ানের পর মসজিদ কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক মো. আব্দুস সালাম উঠে বলেন, ‘মাস খানেক হলো মসজিদের নতুন কমিটি হয়েছে। কিছুদিন ধরে শুনতে পাচ্ছি আমাদের মসজিদের উন্নয়নের জন্য কার্পাসডাঙ্গা ইউপি থেকে সরকারি অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দিতে চেয়েছে। কিন্তু সে টাকা আমরা হাতে পাইনি। পেলে আপনারা সবাই জানতে পারবেন। টাকা না পেয়ে এভাবে রটানো আপনাদের ঠিক হয়নি।’

সভাপতি বক্তব্য শেষ করার পরই মুসল্লি ইনছান আলী কিছু বলতে গেলে সাবেক কমিটির সদস্য শিলু খাঁন উঠে ধমক দিয়ে বসতে বললে কমিটির সহসভাপতি ফারুকের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে মসজিদের ভেতরেই মারামারি শুরু হয়। এতে করে ফারুক ও শিলু খান উভয়ে আঘাতপ্রাপ্ত হন। নামাজ শেষে দুই গ্রুপের লোকজন আবার মুখোমুখী অবস্থান নেয়। সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জুয়েল ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় মসজিদে জুমার নামাজে মারামারি

আপলোড টাইম : ০৯:৫৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়া জামে মসজিদে সরকারি অনুদানের টাকাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, জুমার নামাজের বাংলা বয়ানের পর মসজিদ কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক মো. আব্দুস সালাম উঠে বলেন, ‘মাস খানেক হলো মসজিদের নতুন কমিটি হয়েছে। কিছুদিন ধরে শুনতে পাচ্ছি আমাদের মসজিদের উন্নয়নের জন্য কার্পাসডাঙ্গা ইউপি থেকে সরকারি অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দিতে চেয়েছে। কিন্তু সে টাকা আমরা হাতে পাইনি। পেলে আপনারা সবাই জানতে পারবেন। টাকা না পেয়ে এভাবে রটানো আপনাদের ঠিক হয়নি।’

সভাপতি বক্তব্য শেষ করার পরই মুসল্লি ইনছান আলী কিছু বলতে গেলে সাবেক কমিটির সদস্য শিলু খাঁন উঠে ধমক দিয়ে বসতে বললে কমিটির সহসভাপতি ফারুকের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে মসজিদের ভেতরেই মারামারি শুরু হয়। এতে করে ফারুক ও শিলু খান উভয়ে আঘাতপ্রাপ্ত হন। নামাজ শেষে দুই গ্রুপের লোকজন আবার মুখোমুখী অবস্থান নেয়। সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জুয়েল ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।