ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবির ৪৭তম প্রয়াণ দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে দামুড়হুদার কার্পাসডাঙ্গায নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সংগঠনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে বিকেল চারটায় কার্পাসডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের ২য় তলায় এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠীর সভাপতি শ্রী রঘুনাথ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ্ আলম সনি।

কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সাবেক পিপি আব্দুল কুদ্দুস, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ আব্দুল গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক-উর রহমান শাফিক, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হোসেন সুকলাল, শিল্পী নিশাত শারমিন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক শাহ্ আলম সনি বলেন, কবি নজরুল আজীবন সংগ্রাম করেছেন শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে। তাঁর গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তাঁর বিদ্রোহী কবিতা আমাদের ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। বিশেষ অতিথি সাবেক পিপি আব্দুল কুদ্দুস বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা আমাদের মানবিক মূল্যবোধকে উজ্জীবিত করে। জাতিতে জাতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবির ৪৭তম প্রয়াণ দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

আপলোড টাইম : ০৭:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষে দামুড়হুদার কার্পাসডাঙ্গায নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সংগঠনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে বিকেল চারটায় কার্পাসডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের ২য় তলায় এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠীর সভাপতি শ্রী রঘুনাথ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ্ আলম সনি।

কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সাবেক পিপি আব্দুল কুদ্দুস, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ আব্দুল গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক-উর রহমান শাফিক, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হোসেন সুকলাল, শিল্পী নিশাত শারমিন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক শাহ্ আলম সনি বলেন, কবি নজরুল আজীবন সংগ্রাম করেছেন শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে। তাঁর গান ও কবিতা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তাঁর বিদ্রোহী কবিতা আমাদের ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। বিশেষ অতিথি সাবেক পিপি আব্দুল কুদ্দুস বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা আমাদের মানবিক মূল্যবোধকে উজ্জীবিত করে। জাতিতে জাতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি করে।