ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লায় বৃদ্ধকে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লায় ঈসমাইল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে এঘটনা ঘটে। আহত ঈসমাইল হোসেন ওই গ্রামের সিংহপাড়ার মৃত আজির বক্সের ছেলে।

আহত ইসমাইলের স্ত্রী অভিযোগ করে বলেন, ঈদের দ্বিতীয় দিন গ্রামের মাঠে কিশোররা আতশবাজি ফোটাচ্ছিল। এসময় পাশ্ববর্তী পাড়ার ফজলুর ছেলে জনির শরীরে আতশবাজির আগুন ছুড়ে মারে ঈসমাইলের ছেলে পারভেজ। এতে ঘটনাস্থলে থাকা বৃদ্ধ ঈসমাইল হোসেন প্রতিবাদ করলে কিশোরদের সঙ্গে তর্কবিতর্ক হয়। বিষয়টি সেখানেই মিমাংসা হয়ে যায়। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে পাশ্ববর্তী পাড়ার ঈসমাইল, মজিবার ও বিল্লাল লাঠিসোঁটা ও ইট দিয়ে বেধড়ক মারপিট করে বৃদ্ধ ঈসমাইলকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা বৃদ্ধ ঈসমাইলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, আহত বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লায় বৃদ্ধকে পিটিয়ে জখম

আপলোড টাইম : ০২:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লায় ঈসমাইল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে এঘটনা ঘটে। আহত ঈসমাইল হোসেন ওই গ্রামের সিংহপাড়ার মৃত আজির বক্সের ছেলে।

আহত ইসমাইলের স্ত্রী অভিযোগ করে বলেন, ঈদের দ্বিতীয় দিন গ্রামের মাঠে কিশোররা আতশবাজি ফোটাচ্ছিল। এসময় পাশ্ববর্তী পাড়ার ফজলুর ছেলে জনির শরীরে আতশবাজির আগুন ছুড়ে মারে ঈসমাইলের ছেলে পারভেজ। এতে ঘটনাস্থলে থাকা বৃদ্ধ ঈসমাইল হোসেন প্রতিবাদ করলে কিশোরদের সঙ্গে তর্কবিতর্ক হয়। বিষয়টি সেখানেই মিমাংসা হয়ে যায়। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে পাশ্ববর্তী পাড়ার ঈসমাইল, মজিবার ও বিল্লাল লাঠিসোঁটা ও ইট দিয়ে বেধড়ক মারপিট করে বৃদ্ধ ঈসমাইলকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা বৃদ্ধ ঈসমাইলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, আহত বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়েছে।