ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় রাতের আধারে দোকানে চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৪৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুরে চায়ের দোকানে টিন কেটে সিগারেট, বিস্কুট ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। কোমরপুর মাঝপাড়ার মৃত ছাত্তার আলীর ছেলে জামাল উদ্দীনের দোকানে গত শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

জামাল উদ্দীন জানান, গত শুক্রবার রাত প্রায় ১১টা পর্যন্ত দোকান চালিয়ে বন্ধ করে বাড়িতে যায়। শনিবার সকালে দোকান খুলে দেখি সাইডের টিন কেটে সিগারেট, বিস্কুট ও নগদ টাকাসহ প্রায় ২ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। একই রাতে মাঠপাড়ার মৃত আবু তালেবের ছেলে মুকুলের দোকান থেকে ২০ প্যাকেট চিপস চুরি করে নিয়ে গেছে। এছাড়া আ. রহমানের ছেলে মুসকিলের ঘর থেকে চাল চুরি হয়েছে।

স্থানীয়রা জানায়, গ্রামে ছিঁচকে চোরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাওয়ার আতঙ্কের মধ্যে আছে গ্রামের জনসাধারণ। এদিকে পান বরজে একের পর এক চুরির ঘটনা ঘটায় বরজ মালিকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বাড়িঘর ছেড়ে রাত জেগে মাঠে গিয়ে পান বরজ পাহারা দিচ্ছে। তাই এসব ছিঁচকে চোরদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সচেতনমহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় রাতের আধারে দোকানে চুরি

আপলোড টাইম : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুরে চায়ের দোকানে টিন কেটে সিগারেট, বিস্কুট ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। কোমরপুর মাঝপাড়ার মৃত ছাত্তার আলীর ছেলে জামাল উদ্দীনের দোকানে গত শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

জামাল উদ্দীন জানান, গত শুক্রবার রাত প্রায় ১১টা পর্যন্ত দোকান চালিয়ে বন্ধ করে বাড়িতে যায়। শনিবার সকালে দোকান খুলে দেখি সাইডের টিন কেটে সিগারেট, বিস্কুট ও নগদ টাকাসহ প্রায় ২ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। একই রাতে মাঠপাড়ার মৃত আবু তালেবের ছেলে মুকুলের দোকান থেকে ২০ প্যাকেট চিপস চুরি করে নিয়ে গেছে। এছাড়া আ. রহমানের ছেলে মুসকিলের ঘর থেকে চাল চুরি হয়েছে।

স্থানীয়রা জানায়, গ্রামে ছিঁচকে চোরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাওয়ার আতঙ্কের মধ্যে আছে গ্রামের জনসাধারণ। এদিকে পান বরজে একের পর এক চুরির ঘটনা ঘটায় বরজ মালিকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বাড়িঘর ছেড়ে রাত জেগে মাঠে গিয়ে পান বরজ পাহারা দিচ্ছে। তাই এসব ছিঁচকে চোরদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সচেতনমহল।