ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ফিরোজ হোসেনের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ফিরোজ হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গার ভূমিহীনপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ভূমিহীন পাড়ার শ্রী অরুণ কুমার মন্ডলের স্ত্রী ঝর্ণা রানী মন্ডলকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার শাহানুল হকের ছেলে ফিরোজ হোসেন। এরই ধারাবাহিকতায় গৃহবধূর পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে গত শনিবার রাতে গোপনে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ফিরোজ। ঘরে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টা করলে গৃহবধূর চিৎকার শুরু করে। চিৎকার শুনে পরিবার সদস্যরা ছুটে এলে ফিরোজ সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা সেখানে ছুটে এসে ঘটনা জানার পর ফিরোজকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ফিরোজকে তাদের হাতে সোপর্দ করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় ফিরোজকে চিকিৎসার জন্য দেওয়া হয়। এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা

আপলোড টাইম : ০৮:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ফিরোজ হোসেনের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ফিরোজ হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গার ভূমিহীনপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ভূমিহীন পাড়ার শ্রী অরুণ কুমার মন্ডলের স্ত্রী ঝর্ণা রানী মন্ডলকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার শাহানুল হকের ছেলে ফিরোজ হোসেন। এরই ধারাবাহিকতায় গৃহবধূর পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে গত শনিবার রাতে গোপনে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ফিরোজ। ঘরে ঢুকে শ্লীলতাহানীর চেষ্টা করলে গৃহবধূর চিৎকার শুরু করে। চিৎকার শুনে পরিবার সদস্যরা ছুটে এলে ফিরোজ সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। দ্রুত সময়ের মধ্যে স্থানীয়রা সেখানে ছুটে এসে ঘটনা জানার পর ফিরোজকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ফিরোজকে তাদের হাতে সোপর্দ করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় ফিরোজকে চিকিৎসার জন্য দেওয়া হয়। এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।