ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৬:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ৪১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ হলেও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাধারণ সভা করে ক্ষমতা ছাড়াসহ নির্বাচন না দেওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালের ১২ অক্টোবর কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ইমদাদুল হক ইমন সভাপতি ও সাজেদুল ইসলাম বিশ্বাস মিঠু সাধারণ সম্পাদকসহ ১৭ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। যা গত ১৭ অক্টেবর ২০১৯ তারিখে নির্বাচন কমিশনার সাধারণ সভা ডেকে নির্বাচিত সদস্যদের শপথের মধ্যদিয়ে কমিশনারের নিকট ক্ষমতা গ্রহণ করেন। এরপর কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ হওয়ার পরও সাধারণ সভা করে ক্ষমতা ছেড়ে নতুন করে নির্বাচন না দেওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বাজারের বিভিন্ন জায়গায় চায়ের দোকানগুলোতে আলোচনা-সমালোচনা করছে ব্যবসায়ী মহল।

তারা বলেন, দোকান মালিক সমিতির নির্বাচিতদের মেয়াদ শেষ। কেন নির্বাচন না দিয়ে চেয়ার দখল করে রেখেছে? এ সংগঠনটিকে কলুষিত করা হচ্ছে। তাদের দাবি, অচিরেই দ্রুত নির্বাচন দিয়ে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির ঐতিহ্য ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে জানতে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক ইমনের সাথে কথা বললে তিনি জানান, কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনের জন্য আমরা সাধারণ সভা ডাকতে পারিনি। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। অল্প কয়েকদিনের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের জন্য ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ

আপলোড টাইম : ০৬:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ হলেও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাধারণ সভা করে ক্ষমতা ছাড়াসহ নির্বাচন না দেওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালের ১২ অক্টোবর কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ইমদাদুল হক ইমন সভাপতি ও সাজেদুল ইসলাম বিশ্বাস মিঠু সাধারণ সম্পাদকসহ ১৭ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। যা গত ১৭ অক্টেবর ২০১৯ তারিখে নির্বাচন কমিশনার সাধারণ সভা ডেকে নির্বাচিত সদস্যদের শপথের মধ্যদিয়ে কমিশনারের নিকট ক্ষমতা গ্রহণ করেন। এরপর কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ হওয়ার পরও সাধারণ সভা করে ক্ষমতা ছেড়ে নতুন করে নির্বাচন না দেওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বাজারের বিভিন্ন জায়গায় চায়ের দোকানগুলোতে আলোচনা-সমালোচনা করছে ব্যবসায়ী মহল।

তারা বলেন, দোকান মালিক সমিতির নির্বাচিতদের মেয়াদ শেষ। কেন নির্বাচন না দিয়ে চেয়ার দখল করে রেখেছে? এ সংগঠনটিকে কলুষিত করা হচ্ছে। তাদের দাবি, অচিরেই দ্রুত নির্বাচন দিয়ে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির ঐতিহ্য ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে জানতে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক ইমনের সাথে কথা বললে তিনি জানান, কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনের জন্য আমরা সাধারণ সভা ডাকতে পারিনি। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। অল্প কয়েকদিনের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের জন্য ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা হবে।