ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে দেশে পাঠাল বিজিবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ১১৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ভারতের নাগরিক নাসির শেখকে (৪৫) ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল শনিবার চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রক্ষমনগর গ্রামের সাত্তর শেখের ছেলে।
জানা গেছে, নাসির শেখকে মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে গত বছরের ৭ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি-৬ এর সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেন। তবে দুই মাসের কারাভোগ শেষ হলেও কাগজপত্র তৈরি না হওয়ার কারণে তিনি আরও ১৩ মাস মেহেরপুর কারাগারে বন্দি ছিলেন। ১৫ মাসের কারাভোগ শেষে তাকে গতকাল শনিবার তার ভাই সিরাজ শেখ ও গ্রামের মেম্বার সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. আবু নাঈম, দর্শনা থানার এসআই মো. টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাস্টমস অজয় নারায়ণ রায়, ডিআইবি কৃষ্ণগঞ্জ থানার এসআই বাসুদেব ঘোষ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে দেশে পাঠাল বিজিবি

আপলোড টাইম : ০৪:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

দর্শনা অফিস:
অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ভারতের নাগরিক নাসির শেখকে (৪৫) ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল শনিবার চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রক্ষমনগর গ্রামের সাত্তর শেখের ছেলে।
জানা গেছে, নাসির শেখকে মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে গত বছরের ৭ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি-৬ এর সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেন। তবে দুই মাসের কারাভোগ শেষ হলেও কাগজপত্র তৈরি না হওয়ার কারণে তিনি আরও ১৩ মাস মেহেরপুর কারাগারে বন্দি ছিলেন। ১৫ মাসের কারাভোগ শেষে তাকে গতকাল শনিবার তার ভাই সিরাজ শেখ ও গ্রামের মেম্বার সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. আবু নাঈম, দর্শনা থানার এসআই মো. টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাস্টমস অজয় নারায়ণ রায়, ডিআইবি কৃষ্ণগঞ্জ থানার এসআই বাসুদেব ঘোষ প্রমুখ।