ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

অমর ২১ শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহিদদের। এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে প্রথমে মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও তাঁর পরই মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহিদ মিনার। শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বেতার, টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

শুধু রাজধানী ঢাকাতেই নয়, চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারা দেশে স্কুল-কলেজে, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। পাড়ায়-মহল্লায় শিশু-কিশোরদের নিজ হাতে গড়া শহিদ মিনারও আজ সেজে উঠবে নতুন প্রজন্মের ফুলেল শ্রদ্ধায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ’৫২-এর একুশে ফেরুয়ারি ছিল ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠীর প্রভুসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং ভাষার ভিত্তিতে বাঙালির জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন:

চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে রাত ১২টা ১ মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিচার বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লুৎফর রহমান শিশির, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, জেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, জেলা পরিষদের পক্ষে পরিষদের সদস্যবৃন্দ,  চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, পৌর পরিষদসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, আওয়ামী কৃষক লীগ, যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম, সিরাজুল ইসলাম মনি, রউফুন নাহার মনি, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক আবু, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠণিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, আব্দুস সালাম বিপ্লব, জেল স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, সহসভাপতি হফিজুর রহমান মুক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠণিত সম্পাদক নাছরিন পারভীন, জেলা মৎসজীবী দলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দীক বকুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ।

এরপর বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)-জাসদ, স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ-চুয়াডাঙ্গা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, সাহিত্য পরিষদ, জেলা স্কাউটস, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, উদীচি, চুয়াডাঙ্গা জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা, এলজিইডি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এদিকে, একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেলসহ সমীকরণ পরিবার।

চুয়াডাঙ্গায় যেভাবে পালিত হবে দিনটি:

২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কসমূহে আলপনা ও বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজানো হয়েছে। আজ সারাদিন জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল ৬টা ৪৫ মিনিট থেকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রভাতফেরি নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৯টায় শহিদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে সরকারি কলেজ মঞ্চে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে একই মঞ্চে শিশুদের কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করবে জেলা শিশু একাডেমি। বাদ যোহর/সুবিধামতো সময়ে জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উদ্যোগে প্রভাতফেরি, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতারও আয়োজন রয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি-আধা সরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হয়েছে গতকাল দিনগত রাত থেকেই।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, ভিডিপি অফিসার আজিজুল হক পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও পৌর সভাপতি দেলোয়ার হোসেন পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, এম. সবেদ আলী, মঈনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্তসহ সকল মুক্তিযোদ্ধা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দামুড়হুদা:

দামুড়হুদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে জেলা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা মডেল থানা, দামুড়হুদা প্রেসক্লাব, দলিল লেখক সমিতি, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, দামুড়হুদা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এর আগে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার নতুনভাবে সংস্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর দামুড়হুদা কেন্দ্রীয়  শহিদ মিনারের উদ্বোধন করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে নতুন আঙিকে সাজিয়ে এ শহিদ মিনার উদ্বোধন করা হয়।

মুজিবনগর:

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। পরে উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, পরে পর্যাক্রমে মুজিবনগর থানার পক্ষে ওসি মো. মেহেদী রাসেল, টুরিস্ট পুলিশ, উপজেলা আনসার ভিডিপি, মুজিবনগর ফায়ার সার্ভিস, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, পৃথকভাবে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি আওয়ামী লীগের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, দারিয়াপুর ইউপি আওয়ামী লীগের সভাপতির পক্ষে মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, মহাজনপুর ইউপি আওয়ামী লীগের পক্ষে সভাপতি রেজাউর রহমান নান্নু, মহাজনপুর ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে ইউপি সদস্যবৃন্দ, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান এস এম মাহববুর রহমান রবি, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা কৃষক লীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সভাপতি বেলাল হাসান বিপ্লব, উপজেলা তাঁতী লীগের পক্ষে আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা মৎস্যজীবী লীগের পক্ষে মহাসিন আলী, সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন শাহীন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি মুজিবনগর ও বনবিভাগ পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। প্রথমে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আপলোড টাইম : ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

অমর ২১ শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহিদদের। এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে প্রথমে মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও তাঁর পরই মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহিদ মিনার। শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বেতার, টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

শুধু রাজধানী ঢাকাতেই নয়, চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারা দেশে স্কুল-কলেজে, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। পাড়ায়-মহল্লায় শিশু-কিশোরদের নিজ হাতে গড়া শহিদ মিনারও আজ সেজে উঠবে নতুন প্রজন্মের ফুলেল শ্রদ্ধায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ’৫২-এর একুশে ফেরুয়ারি ছিল ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠীর প্রভুসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং ভাষার ভিত্তিতে বাঙালির জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন:

চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে রাত ১২টা ১ মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিচার বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লুৎফর রহমান শিশির, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, জেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, জেলা পরিষদের পক্ষে পরিষদের সদস্যবৃন্দ,  চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, পৌর পরিষদসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, আওয়ামী কৃষক লীগ, যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম, সিরাজুল ইসলাম মনি, রউফুন নাহার মনি, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক আবু, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠণিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, আব্দুস সালাম বিপ্লব, জেল স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, সহসভাপতি হফিজুর রহমান মুক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠণিত সম্পাদক নাছরিন পারভীন, জেলা মৎসজীবী দলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দীক বকুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ।

এরপর বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)-জাসদ, স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ-চুয়াডাঙ্গা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, সাহিত্য পরিষদ, জেলা স্কাউটস, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, উদীচি, চুয়াডাঙ্গা জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা, এলজিইডি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এদিকে, একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেলসহ সমীকরণ পরিবার।

চুয়াডাঙ্গায় যেভাবে পালিত হবে দিনটি:

২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কসমূহে আলপনা ও বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজানো হয়েছে। আজ সারাদিন জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল ৬টা ৪৫ মিনিট থেকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রভাতফেরি নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৯টায় শহিদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে সরকারি কলেজ মঞ্চে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে একই মঞ্চে শিশুদের কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করবে জেলা শিশু একাডেমি। বাদ যোহর/সুবিধামতো সময়ে জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উদ্যোগে প্রভাতফেরি, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতারও আয়োজন রয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি-আধা সরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হয়েছে গতকাল দিনগত রাত থেকেই।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, ভিডিপি অফিসার আজিজুল হক পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও পৌর সভাপতি দেলোয়ার হোসেন পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, এম. সবেদ আলী, মঈনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্তসহ সকল মুক্তিযোদ্ধা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দামুড়হুদা:

দামুড়হুদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে জেলা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা মডেল থানা, দামুড়হুদা প্রেসক্লাব, দলিল লেখক সমিতি, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, দামুড়হুদা বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এর আগে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার নতুনভাবে সংস্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর দামুড়হুদা কেন্দ্রীয়  শহিদ মিনারের উদ্বোধন করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে নতুন আঙিকে সাজিয়ে এ শহিদ মিনার উদ্বোধন করা হয়।

মুজিবনগর:

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। পরে উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, পরে পর্যাক্রমে মুজিবনগর থানার পক্ষে ওসি মো. মেহেদী রাসেল, টুরিস্ট পুলিশ, উপজেলা আনসার ভিডিপি, মুজিবনগর ফায়ার সার্ভিস, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, পৃথকভাবে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি আওয়ামী লীগের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, দারিয়াপুর ইউপি আওয়ামী লীগের সভাপতির পক্ষে মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, মহাজনপুর ইউপি আওয়ামী লীগের পক্ষে সভাপতি রেজাউর রহমান নান্নু, মহাজনপুর ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে ইউপি সদস্যবৃন্দ, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান এস এম মাহববুর রহমান রবি, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা কৃষক লীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সভাপতি বেলাল হাসান বিপ্লব, উপজেলা তাঁতী লীগের পক্ষে আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা মৎস্যজীবী লীগের পক্ষে মহাসিন আলী, সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন শাহীন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি মুজিবনগর ও বনবিভাগ পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। প্রথমে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।