ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

একটি দেশের প্রকৃত অবস্থা লেখক তার লেখার মধ্যেই ফুটিয়ে তোলে; বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চারদিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মেলাস্থলেই ডিসি সাহিত্যমঞ্চে’ বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, জানতে হলে প্রচুর পড়তে হবে। না পড়লে আমার দেশকেও চেনা যাবে না। শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার বাইরেও সমসাময়িক বিষয় এবং দেশ ও জাতি সম্পর্কে জানাবেন। তিনি আরও বলেন, জ্ঞান না থাকলে কেউ বড় হতে পারবে না। জানতে হবে, জানতে হলে পড়তে হবে। লেখাপড়া করতে হবে। বঙ্গবন্ধুর সাহিত্যের প্রতি বিশাল চিন্তা চেতনা ছিলো। একটি দেশের প্রকৃত অবস্থা লেখক তার লেখার মধ্যেই ফুটিয়ে তোলে। মানুষকে জানতে হলেও বই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। আসুন আমরা লাইব্রেরীতে যায়, বই পড়ি। পড়াটা আবার শুরু করি। নিজে লাইব্রেরীমুখি হই, এবং ছেলে মেয়েদের লাইব্রেরীমুখি করি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সাহিত্য না পড়লে, বই না পড়লে আলোকিত হওয়া যাবে না। আলোকিত মানুষ হতে হলেই বই পড়তে হবে। আমি অনেক মেধাবী শিক্ষার্থী দেখেছি, যারা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়েছে। তাঁদের মধ্যে মানবিকতা নেই। তাই, ভালো মানুষ হতে হলে আমাদের প্রচুর বই পড়তে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আজিজুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ প্রমুখ। মেলায় ১৫ বই বিক্রয়কারী প্রতিষ্ঠান বা লাইব্রেরি কর্তৃপক্ষ স্টল নিয়েছেন। তাঁরা প্রায় কয়েক হাজার বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয় বই প্রদর্শনী ও বিক্রয়ের জন্য রেখেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

একটি দেশের প্রকৃত অবস্থা লেখক তার লেখার মধ্যেই ফুটিয়ে তোলে; বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৫:০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় চারদিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মেলাস্থলেই ডিসি সাহিত্যমঞ্চে’ বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, জানতে হলে প্রচুর পড়তে হবে। না পড়লে আমার দেশকেও চেনা যাবে না। শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার বাইরেও সমসাময়িক বিষয় এবং দেশ ও জাতি সম্পর্কে জানাবেন। তিনি আরও বলেন, জ্ঞান না থাকলে কেউ বড় হতে পারবে না। জানতে হবে, জানতে হলে পড়তে হবে। লেখাপড়া করতে হবে। বঙ্গবন্ধুর সাহিত্যের প্রতি বিশাল চিন্তা চেতনা ছিলো। একটি দেশের প্রকৃত অবস্থা লেখক তার লেখার মধ্যেই ফুটিয়ে তোলে। মানুষকে জানতে হলেও বই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। আসুন আমরা লাইব্রেরীতে যায়, বই পড়ি। পড়াটা আবার শুরু করি। নিজে লাইব্রেরীমুখি হই, এবং ছেলে মেয়েদের লাইব্রেরীমুখি করি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সাহিত্য না পড়লে, বই না পড়লে আলোকিত হওয়া যাবে না। আলোকিত মানুষ হতে হলেই বই পড়তে হবে। আমি অনেক মেধাবী শিক্ষার্থী দেখেছি, যারা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়েছে। তাঁদের মধ্যে মানবিকতা নেই। তাই, ভালো মানুষ হতে হলে আমাদের প্রচুর বই পড়তে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আজিজুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ প্রমুখ। মেলায় ১৫ বই বিক্রয়কারী প্রতিষ্ঠান বা লাইব্রেরি কর্তৃপক্ষ স্টল নিয়েছেন। তাঁরা প্রায় কয়েক হাজার বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয় বই প্রদর্শনী ও বিক্রয়ের জন্য রেখেছেন।