ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

এ জেলার মানুষের সাথে আমার রিক্ততার সম্পর্ক গড়ে উঠেছে; আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিসি নজরুল ইসলাম সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বছরের প্রথম এবং জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘পদোন্নতিজনিত কারণে এ জেলা ছেড়ে চলে যেতে হবে। এটিই এই জেলায় আমার সভাপতিত্বে শেষ আইনশৃঙ্খলা কমিটির সভা। এ জেলার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে। যেখানেই থাকি আপনাদের কথা আমার মনে থাকবে। তিনি আরও বলেন, গত মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলেই পরিশ্রম করছেন।

সভায় কার্পাসডাঙ্গায় অবৈধ মাটি কাটার বিষয়ে কথা উঠলে, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন। বাল্যবিবাহের প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ পড়ানো কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোনো কাজী নিজ এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারবেন না। যদি এমন খবর পাওয়া যায়, তাহলে কাজীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিয়ে হওয়ার পরও শাস্তি দেওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।’

সভার শুরুতে গত সভার কার্যবিরণী পাঠ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এছাড়া জেলাপর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এ জেলার মানুষের সাথে আমার রিক্ততার সম্পর্ক গড়ে উঠেছে; আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিসি নজরুল ইসলাম সরকার

আপলোড টাইম : ১০:৪২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বছরের প্রথম এবং জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘পদোন্নতিজনিত কারণে এ জেলা ছেড়ে চলে যেতে হবে। এটিই এই জেলায় আমার সভাপতিত্বে শেষ আইনশৃঙ্খলা কমিটির সভা। এ জেলার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে। যেখানেই থাকি আপনাদের কথা আমার মনে থাকবে। তিনি আরও বলেন, গত মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলেই পরিশ্রম করছেন।

সভায় কার্পাসডাঙ্গায় অবৈধ মাটি কাটার বিষয়ে কথা উঠলে, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন। বাল্যবিবাহের প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ পড়ানো কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোনো কাজী নিজ এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারবেন না। যদি এমন খবর পাওয়া যায়, তাহলে কাজীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিয়ে হওয়ার পরও শাস্তি দেওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।’

সভার শুরুতে গত সভার কার্যবিরণী পাঠ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এছাড়া জেলাপর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।