ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

উথলীতে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানের যাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলীতে পাওয়ারট্রিলারের সাইড দিতে গিয়ে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা লেগে ভ্যানের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উথলী গ্রামের রূপিরচারা বটতলা নামক স্থানে চৌরাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফারুক হোসেন ব্যক্তিগত কাজে নিজ গ্রাম বেগমপুর থেকে তাঁর এলাকার একটি পাখিভ্যানযোগে উথলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। উথলী গ্রামের রূপিরচারা বটতলা নামক স্থানে পৌঁছালে পাখিভ্যান চালক একটি পাওয়ারট্রিলার গাড়ির সাইড দিতে গিয়ে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা মারে। এসময় ভ্যানে বসে থাকা ফারুক হোসেনের মাথায় প্রচ- আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফারুক হোসেন। এসময় নিহতের স্বজনরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে চলে যায়।

উথলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ওয়ার্ডের রূপিরচারা বটতলায় চৌরাস্তার মোড়ে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা খেয়ে একজনের মৃত্যু হয়েছে। পরে নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যায়।’ এদিকে, খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানের যাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

জীবননগর উপজেলার উথলীতে পাওয়ারট্রিলারের সাইড দিতে গিয়ে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা লেগে ভ্যানের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উথলী গ্রামের রূপিরচারা বটতলা নামক স্থানে চৌরাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফারুক হোসেন ব্যক্তিগত কাজে নিজ গ্রাম বেগমপুর থেকে তাঁর এলাকার একটি পাখিভ্যানযোগে উথলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। উথলী গ্রামের রূপিরচারা বটতলা নামক স্থানে পৌঁছালে পাখিভ্যান চালক একটি পাওয়ারট্রিলার গাড়ির সাইড দিতে গিয়ে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা মারে। এসময় ভ্যানে বসে থাকা ফারুক হোসেনের মাথায় প্রচ- আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফারুক হোসেন। এসময় নিহতের স্বজনরা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে চলে যায়।

উথলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ওয়ার্ডের রূপিরচারা বটতলায় চৌরাস্তার মোড়ে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা খেয়ে একজনের মৃত্যু হয়েছে। পরে নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যায়।’ এদিকে, খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।