ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরা হলো না শিশু মারিয়ার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

দর্শনায় দর্জি বাড়ি থেকে ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরার সময় মুরগীভর্তি করিমনের ধাক্কায় মারিয়া খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (২ মে) সকাল সোয়া নয়টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ছয়ঘরিয়া গ্রামের বিলপাড়ার দিনমজুর রকিব কাজির মেয়ে।

নিহত শিশু মারিয়ার দাদী রহিমা খাতুন বলেন, ‘সকালে মারিয়া তার মায়ের সঙ্গে ঈদের জামা আনতে একই পাড়ার শিল্পী দর্জির বাড়িতে যায়। জামা নিয়ে মায়ের সঙ্গেই রাস্তার ধার দিয়ে বাড়ি ফেরার সময় একটি মুরগী ভর্তি করিমন মারিয়াকে ধাক্কা দেয়। করিমনের ধাক্কায় মারিয়া রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে নিয়ে এলে ডাক্তার মৃত পরীক্ষা-নিরীক্ষা করে আমার নাতনী মারা গিয়েছে বলে জানায়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। শিশুটি পরিবারের সদস্যরা জানায় একটি করিমন তাকে ধাক্কা দেয়। তবে জরুরি বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরা হলো না শিশু মারিয়ার

আপলোড টাইম : ০৭:০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

দর্শনায় দর্জি বাড়ি থেকে ঈদের নতুন জামা নিয়ে বাড়ি ফেরার সময় মুরগীভর্তি করিমনের ধাক্কায় মারিয়া খাতুন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (২ মে) সকাল সোয়া নয়টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ছয়ঘরিয়া গ্রামের বিলপাড়ার দিনমজুর রকিব কাজির মেয়ে।

নিহত শিশু মারিয়ার দাদী রহিমা খাতুন বলেন, ‘সকালে মারিয়া তার মায়ের সঙ্গে ঈদের জামা আনতে একই পাড়ার শিল্পী দর্জির বাড়িতে যায়। জামা নিয়ে মায়ের সঙ্গেই রাস্তার ধার দিয়ে বাড়ি ফেরার সময় একটি মুরগী ভর্তি করিমন মারিয়াকে ধাক্কা দেয়। করিমনের ধাক্কায় মারিয়া রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে নিয়ে এলে ডাক্তার মৃত পরীক্ষা-নিরীক্ষা করে আমার নাতনী মারা গিয়েছে বলে জানায়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। শিশুটি পরিবারের সদস্যরা জানায় একটি করিমন তাকে ধাক্কা দেয়। তবে জরুরি বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।