ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ৫২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটায় আলমডাঙ্গার এ-টিম (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পোড়াদহ ওয়ানডার্স ক্লাব ৪-১ গোলে ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আয়োজক রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। তাহলে যুবসমাজ খারাপ কাজ থেকে সরে এসে মাঠে ফিরে আসবে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজেও একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল একজন বড় মাপের সংগঠক ছিলেন। বাংলাদেশের সাকিব আল হাসান আজ বিশ্ব সেরা ক্রিকেট তারকা, আমাদের মেয়েরা এশিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আমার বিশ্বাস লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সঠিকভাবে অনুশীলন করলে তোমরাও একদিন দেশসেরা খেলোয়ার হবে। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার দ্বায়িত্ব তোমাদের। তবে যুদ্ধ করে নই, মানুষের মতো মানুষ হয়ে তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বা।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বিজয়ী দল পোড়াদহ ওয়ানডার্সকে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা ও রানার্স আপ ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে ট্রফিসহ ৩০ হাজার টাকা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসানউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, পৌর প্যানেল মেয়র স্বপন, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, খেলার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জেহাদী জুলফিকার টুটুল।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ, পারভেজ আহমেদ, জুয়েল রানা, সোহাগ আলী ও ইউনুস আলী। খেলায় ধারা ভাষ্যে ছিলেন হাফিজুর রহমান জীবন, হাসান, শামীম রেজা, আবুল কালাম আজাদ, নাঈমুর রহমান, খোরশেদ আলম, জামাল উদ্দিন, এবি সিদ্দিক প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১০:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটায় আলমডাঙ্গার এ-টিম (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পোড়াদহ ওয়ানডার্স ক্লাব ৪-১ গোলে ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আয়োজক রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। তাহলে যুবসমাজ খারাপ কাজ থেকে সরে এসে মাঠে ফিরে আসবে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজেও একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল একজন বড় মাপের সংগঠক ছিলেন। বাংলাদেশের সাকিব আল হাসান আজ বিশ্ব সেরা ক্রিকেট তারকা, আমাদের মেয়েরা এশিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আমার বিশ্বাস লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সঠিকভাবে অনুশীলন করলে তোমরাও একদিন দেশসেরা খেলোয়ার হবে। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখার দ্বায়িত্ব তোমাদের। তবে যুদ্ধ করে নই, মানুষের মতো মানুষ হয়ে তোমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বা।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বিজয়ী দল পোড়াদহ ওয়ানডার্সকে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা ও রানার্স আপ ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে ট্রফিসহ ৩০ হাজার টাকা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসানউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, পৌর প্যানেল মেয়র স্বপন, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, খেলার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জেহাদী জুলফিকার টুটুল।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাজু আহমেদ, পারভেজ আহমেদ, জুয়েল রানা, সোহাগ আলী ও ইউনুস আলী। খেলায় ধারা ভাষ্যে ছিলেন হাফিজুর রহমান জীবন, হাসান, শামীম রেজা, আবুল কালাম আজাদ, নাঈমুর রহমান, খোরশেদ আলম, জামাল উদ্দিন, এবি সিদ্দিক প্রমুখ।