ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম ও উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস। এছাড়াও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে আজিজুল হাকিম, জাহাঙ্গীর আলম, সোহরাব উদ্দিন, কল্পনা রানী সাহা, মাসুদ কামাল, আশরাফুল ইসলাম ও লিমন হোসেন।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ইতঃমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। এবারের হালনাগাদে যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ বা তার পূর্বে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যদি কোনো ভোটার মারা গিয়ে থাকেন, ভোটার তালিকা হতে তার নাম কর্তন করা হবে। সেই পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকারী গেলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে হালনাগাদ কাজে সহযোগিতা করবেন। মনে রাখবেন নির্ভুল তথ্য প্রদান করলে একটি নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাওয়া সম্ভব।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন ২৩/০৬/২০২২, তথ্য সংগ্রহের কাজ শেষ হবে ১৭/০৭/২০২২ পর্যন্ত। ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ২৪/০৭/২০২২, রেজিস্ট্রেশন শেষ হবে ১০/০৯/২০২২ পর্যন্ত। শিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও পৌরসভার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম ও উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস। এছাড়াও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে আজিজুল হাকিম, জাহাঙ্গীর আলম, সোহরাব উদ্দিন, কল্পনা রানী সাহা, মাসুদ কামাল, আশরাফুল ইসলাম ও লিমন হোসেন।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ইতঃমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। এবারের হালনাগাদে যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ বা তার পূর্বে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যদি কোনো ভোটার মারা গিয়ে থাকেন, ভোটার তালিকা হতে তার নাম কর্তন করা হবে। সেই পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহকারী গেলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে হালনাগাদ কাজে সহযোগিতা করবেন। মনে রাখবেন নির্ভুল তথ্য প্রদান করলে একটি নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাওয়া সম্ভব।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন ২৩/০৬/২০২২, তথ্য সংগ্রহের কাজ শেষ হবে ১৭/০৭/২০২২ পর্যন্ত। ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ২৪/০৭/২০২২, রেজিস্ট্রেশন শেষ হবে ১০/০৯/২০২২ পর্যন্ত। শিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও পৌরসভার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।