ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বৃদ্ধ মাকে বাঁশ দিয়ে পেটাল ছেলে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / ৫০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় সাংসারিক কলোহের জেরে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করেছে তাঁরই ছেলে আব্বাস আলী (৪৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলায় ভাঙবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম জাহানারা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বৃদ্ধা খোরদ গ্রামের ঈদগাপাড়ার মৃত রবগুল মণ্ডলের স্ত্রী।

আহত জাহানারা বেগম বলেন, ‘সাংসারিক ছোট-খাটো বিষয় নিয়ে আমার সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়া করে আমার বড় ছেলে আব্বাদের স্ত্রী রেখা খাতুন। আজ (গতকাল) সকালেও সাংসারিক ছোট একটি কথাকে কেন্দ্র করে বড় ছেলের বউ রেখা আমার সঙ্গে ঝগড়া বাধায়। এসময় আমার বড় ছেলে সেখানে এসে তার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া করতে দেখে। এরই একপর্যায়ে একটি বাঁশ দিয়ে আব্বাস আমার মাথায় আঘাত করে। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে বাড়ির অন্যান্যরা আমাকে উদ্ধার করে হাপসাতালে নিয়ে আসে।’ আহত বৃদ্ধা জাহানারা বেগম আরও জানান, তাঁর মোট ৯টি সন্তান রয়েছে। একমাত্র মেয়ে ছাড়া কোনো সন্তানই তাঁর ভরপোষণ দেয় না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা এক বৃদ্ধা মাকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর মাথায় গভীর ক্ষত চিহ্ন ছিল। সেখানে চারটি সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন উজ্জামান বলেন, ‘ছেলের বাঁশের আঘাতে এক বৃদ্ধা মা জখম হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বৃদ্ধ মাকে বাঁশ দিয়ে পেটাল ছেলে

আপলোড টাইম : ০৮:৪১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

আলমডাঙ্গায় সাংসারিক কলোহের জেরে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করেছে তাঁরই ছেলে আব্বাস আলী (৪৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলায় ভাঙবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম জাহানারা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বৃদ্ধা খোরদ গ্রামের ঈদগাপাড়ার মৃত রবগুল মণ্ডলের স্ত্রী।

আহত জাহানারা বেগম বলেন, ‘সাংসারিক ছোট-খাটো বিষয় নিয়ে আমার সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়া করে আমার বড় ছেলে আব্বাদের স্ত্রী রেখা খাতুন। আজ (গতকাল) সকালেও সাংসারিক ছোট একটি কথাকে কেন্দ্র করে বড় ছেলের বউ রেখা আমার সঙ্গে ঝগড়া বাধায়। এসময় আমার বড় ছেলে সেখানে এসে তার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া করতে দেখে। এরই একপর্যায়ে একটি বাঁশ দিয়ে আব্বাস আমার মাথায় আঘাত করে। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে বাড়ির অন্যান্যরা আমাকে উদ্ধার করে হাপসাতালে নিয়ে আসে।’ আহত বৃদ্ধা জাহানারা বেগম আরও জানান, তাঁর মোট ৯টি সন্তান রয়েছে। একমাত্র মেয়ে ছাড়া কোনো সন্তানই তাঁর ভরপোষণ দেয় না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা এক বৃদ্ধা মাকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর মাথায় গভীর ক্ষত চিহ্ন ছিল। সেখানে চারটি সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন উজ্জামান বলেন, ‘ছেলের বাঁশের আঘাতে এক বৃদ্ধা মা জখম হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’