ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বাস-পাখিভ্যান সংঘর্ষে চালক নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় যাত্রীবাহী বাস ও পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাখিভ্যানের যাত্রী জামাল উদ্দিন (৪৫)। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কৃষ্ণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আহত রফিকুল ইসলাম ও জামাল উদ্দীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হলে পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের উত্তরপাড়ার মৃত নিয়ামত মণ্ডলের ছেলে এবং আহত জামাল একই গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আলমডাঙ্গার কৃষ্ণপুর নামক স্থানে বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় রফিকুলের পাখিভ্যানের। এসময় রফিকুলসহ যাত্রী জামাল গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে অবজারভেশনে রাখেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পুলিশ জানায়, গতকাল সকালে রফিকুল ইসলাম যাত্রী নিয়ে পাখিভ্যানযোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। পথের মধ্যে কৃষ্ণপুর নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রফিকুল ও জামাল গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব পারভেজ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে গুরুতর অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জামালকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়। দুপুরে রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে চলে যায়। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস-পাখিভ্যান মুখোমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন বলে জেনেছি। আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়ায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বাস-পাখিভ্যান সংঘর্ষে চালক নিহত

আপলোড টাইম : ০৯:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় যাত্রীবাহী বাস ও পাখিভ্যানের মুখোমুখী সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাখিভ্যানের যাত্রী জামাল উদ্দিন (৪৫)। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কৃষ্ণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আহত রফিকুল ইসলাম ও জামাল উদ্দীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হলে পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের উত্তরপাড়ার মৃত নিয়ামত মণ্ডলের ছেলে এবং আহত জামাল একই গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আলমডাঙ্গার কৃষ্ণপুর নামক স্থানে বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় রফিকুলের পাখিভ্যানের। এসময় রফিকুলসহ যাত্রী জামাল গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত দুজনকেই তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে অবজারভেশনে রাখেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পুলিশ জানায়, গতকাল সকালে রফিকুল ইসলাম যাত্রী নিয়ে পাখিভ্যানযোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। পথের মধ্যে কৃষ্ণপুর নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক রফিকুল ও জামাল গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব পারভেজ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে গুরুতর অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জামালকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়। দুপুরে রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে চলে যায়। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস-পাখিভ্যান মুখোমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন বলে জেনেছি। আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়ায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।