ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে, ১০ জন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী বাসটি আলমডাঙ্গা পাটিকাবাড়ি নামক স্থানের কাছাকাছি তাহের মোড়ে এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে জিকের পাশ-ক্যানালে উল্টে পড়ে যায়। এতে কোনো প্রাণহাণির ঘটনা নাঘটলেও প্রায় ১০ জনের মতো আহত হয়েছে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফাতেমা ক্লিনিকে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। গোবিন্দপুর গ্রামের আলম হোসেনের ছেলে হায়াত আলী (৫৫), একই গ্রামের মন্টু মিয়া (৬০), আলমডাঙ্গা আলিফউদ্দিন রোর্ডের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। তবে হায়াত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান চলন্ত গাড়িটির গতি না কমিয়েই মোড় থেকে ইউটার্ন করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবস্থা বেগতিক হওয়ায় চলন্ত গাড়ি থেকে বাসটির চালক রাসেলসহ, সুপারভাইজার, হেল্পার সবাই লাফিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, বাসটির মালিকের বাড়ি চুয়াডাঙ্গায়। প্রায় ৪০ জন যাত্রী বহন করা বাসটির সবাই ভাগ্যের জোরে বেঁচে গেলেও, বাসের সামনের গ্লাসসহ সাইডের জানালার গ্লাসগুলো ভেঙে যায় এবং প্রাথমিকভাবে আরো কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে, ১০ জন আহত

আপলোড টাইম : ০৪:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী বাসটি আলমডাঙ্গা পাটিকাবাড়ি নামক স্থানের কাছাকাছি তাহের মোড়ে এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে জিকের পাশ-ক্যানালে উল্টে পড়ে যায়। এতে কোনো প্রাণহাণির ঘটনা নাঘটলেও প্রায় ১০ জনের মতো আহত হয়েছে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফাতেমা ক্লিনিকে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। গোবিন্দপুর গ্রামের আলম হোসেনের ছেলে হায়াত আলী (৫৫), একই গ্রামের মন্টু মিয়া (৬০), আলমডাঙ্গা আলিফউদ্দিন রোর্ডের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। তবে হায়াত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান চলন্ত গাড়িটির গতি না কমিয়েই মোড় থেকে ইউটার্ন করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবস্থা বেগতিক হওয়ায় চলন্ত গাড়ি থেকে বাসটির চালক রাসেলসহ, সুপারভাইজার, হেল্পার সবাই লাফিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জানা যায়, বাসটির মালিকের বাড়ি চুয়াডাঙ্গায়। প্রায় ৪০ জন যাত্রী বহন করা বাসটির সবাই ভাগ্যের জোরে বেঁচে গেলেও, বাসের সামনের গ্লাসসহ সাইডের জানালার গ্লাসগুলো ভেঙে যায় এবং প্রাথমিকভাবে আরো কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।