ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর, রথতলা ও কলেজপাড়াসহ শহরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমাদের প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই আমরা বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করব। কিন্ত কোনো ধর্মের ধর্মীয় চেতনায় আঘাত হানা যাবে না। যুগ যুগ ধরে এই দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। প্রতি বছর শারদীয় দুর্গাপূজার সময় আমরা দেশে সকল ধর্মের মানুষ সেখানে বিভিন্ন জিনিসপত্র বেচাকেনা করে থাকে। প্রতিমা ডোবার আগ পর্যন্ত পূজার পাশে মেলা বসে। এই মেলায় সকল ধর্মের মানুষ আসে, মেলাও দেখে আবার কেনাকাটাও করে থাকে। প্রশাসনের সকল পর্যায়ের লোক পূজামন্ডপে আছে, টহলরত ফোর্স আছে কোনো রকম কিছু হলে তাৎক্ষনিক ইউএনও, ওসিকে জানাবেন। আমরা কোনো রকম ধর্মীয় গোড়ামি বরদাস্ত করব না।

গতকাল রোববার সন্ধার পর জেলা প্রশাসক আলমডাঙ্গার মোট চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী মেহেনাজ খান (বাঁধন), এনডিসি হাবিবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, নির্বাহী অফিসারের সহধর্মিনী মুন্নুজা আফরিন। এসময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বাবু সুশিল কুমার ভৌতিকা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্জ, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহা, বিদ্যুত সাহা, উজ্জল কুমার বিশ্বাশ, নির্মল গোসাই, দেবেন্দ্রনাথ দত্ত, দীপ্তি বাবু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৯:০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর, রথতলা ও কলেজপাড়াসহ শহরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমাদের প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই আমরা বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করব। কিন্ত কোনো ধর্মের ধর্মীয় চেতনায় আঘাত হানা যাবে না। যুগ যুগ ধরে এই দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। প্রতি বছর শারদীয় দুর্গাপূজার সময় আমরা দেশে সকল ধর্মের মানুষ সেখানে বিভিন্ন জিনিসপত্র বেচাকেনা করে থাকে। প্রতিমা ডোবার আগ পর্যন্ত পূজার পাশে মেলা বসে। এই মেলায় সকল ধর্মের মানুষ আসে, মেলাও দেখে আবার কেনাকাটাও করে থাকে। প্রশাসনের সকল পর্যায়ের লোক পূজামন্ডপে আছে, টহলরত ফোর্স আছে কোনো রকম কিছু হলে তাৎক্ষনিক ইউএনও, ওসিকে জানাবেন। আমরা কোনো রকম ধর্মীয় গোড়ামি বরদাস্ত করব না।

গতকাল রোববার সন্ধার পর জেলা প্রশাসক আলমডাঙ্গার মোট চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী মেহেনাজ খান (বাঁধন), এনডিসি হাবিবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, নির্বাহী অফিসারের সহধর্মিনী মুন্নুজা আফরিন। এসময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বাবু সুশিল কুমার ভৌতিকা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্জ, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহা, বিদ্যুত সাহা, উজ্জল কুমার বিশ্বাশ, নির্মল গোসাই, দেবেন্দ্রনাথ দত্ত, দীপ্তি বাবু প্রমুখ।