ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পান চুরির অভিযোগে যুবককে গণধোলাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ১৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে কালা মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে পান চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পান বিক্রির জন্য উপজেলার হাটবোয়ালিয়া পান বাজারের নেওয়ার পথে স্থানীয় ব্যক্তিরা মানিককে দেখতে পায়। এসময় গ্রামবাসী পান চুরির দায়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত পানচোর আলমডাঙ্গার শালিকা গ্রামের দক্ষিণ পাড়ার ইদ্রিস আলীর ছেলে মানিকুর রহমান ওরফে কালা মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শালিকা গ্রামের দক্ষিণ পাড়ায় রবিউল ইসলামের ছেলে মতিয়ার রহমানের পানবরজ থেকে গত বৃহস্পতিবার রাতে ৯ পিলা পান চুরি হয়। গতকাল সকালে মানিক পান নিয়ে বাজারে বিক্রির উদ্যেশে যাচ্ছিল। এসময় গ্রামবাসী মানিককে জিজ্ঞাসাবাদ করলে গত রাতের চুরিকৃত পানের বিষয়ে জানতে পেরে মানিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে আলমডাঙ্গার বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মানিককে আটক করে হেফাজতে নেয়।

এবিষয়ে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন বলেন, ‘পানখেতের মালিক মতিয়ার রহমান এ ঘটনায় কোনো অভিযোগ না করায় মানিক যে পান চুরি করেছিল, তা প্রমাণ হয়নি। মানিককে পান চাষির জিম্মায় মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পান চুরির অভিযোগে যুবককে গণধোলাই

আপলোড টাইম : ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে কালা মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে পান চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পান বিক্রির জন্য উপজেলার হাটবোয়ালিয়া পান বাজারের নেওয়ার পথে স্থানীয় ব্যক্তিরা মানিককে দেখতে পায়। এসময় গ্রামবাসী পান চুরির দায়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত পানচোর আলমডাঙ্গার শালিকা গ্রামের দক্ষিণ পাড়ার ইদ্রিস আলীর ছেলে মানিকুর রহমান ওরফে কালা মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শালিকা গ্রামের দক্ষিণ পাড়ায় রবিউল ইসলামের ছেলে মতিয়ার রহমানের পানবরজ থেকে গত বৃহস্পতিবার রাতে ৯ পিলা পান চুরি হয়। গতকাল সকালে মানিক পান নিয়ে বাজারে বিক্রির উদ্যেশে যাচ্ছিল। এসময় গ্রামবাসী মানিককে জিজ্ঞাসাবাদ করলে গত রাতের চুরিকৃত পানের বিষয়ে জানতে পেরে মানিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে আলমডাঙ্গার বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মানিককে আটক করে হেফাজতে নেয়।

এবিষয়ে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন বলেন, ‘পানখেতের মালিক মতিয়ার রহমান এ ঘটনায় কোনো অভিযোগ না করায় মানিক যে পান চুরি করেছিল, তা প্রমাণ হয়নি। মানিককে পান চাষির জিম্মায় মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।’