ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কাবিলনগর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর তরিকুল ইসলাম নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামের মাঠের একটি গাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। মাস খানেক আগে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন। নববিবাহিত বধূ বিয়ের এক মাস পরেই তরিকুলের সাথে আর সংসার করবে না জানিয়ে দিলে তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তরিকুল ইসলাম এক মাস আগে চুয়াডাঙ্গার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন। বিয়ের পর নববধূকে নিয়ে নিজের বাড়ি ও শ্বশুরবাড়িতে থাকার আনুষ্ঠানিকতা শেষ করে গত সপ্তাহে আবার শ্বশুরবাড়িতে যান। এসময় নববধূ তরিকুলের সাথে আর সংসার করবে না বলে জানিয়ে দেয়। ভীষন মনোকষ্ট নিয়ে তরিকুল বাড়ি ফিরে আসেন। গত বুধবার বাড়ি ফিরেই তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তরিকুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার বিকেলে তিয়রবিলার মাঠের একটি ছোট বাগানের মধ্যে তরিকুলের গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখতে পান মাঠের কৃষকরা। ধারণা করা হচ্ছে গত বুধবারের কোনো একটি সময়ে তরিকুল মাঠের ওই বাগানে পাটের আঁশ গলায় পেঁচিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেন। বাগানটি অপ্রচলিত হওয়ায় তিন দিন ধরে কারো চোখে পড়েনি। গতকাল শুক্রবার বিকেলে মাঠের কৃষকরা তরিকুলের লাশ গাছের নিচে পড়ে থাকতে দেখেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাঠ থেকে পাটের আঁশ সংগ্রহ করে গলায় পেঁচিয়ে তরিকুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। তিন দিনের মধ্যে আঁশ ছিড়ে লাশ নিচে পড়ে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৮:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কাবিলনগর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর তরিকুল ইসলাম নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামের মাঠের একটি গাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। মাস খানেক আগে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন। নববিবাহিত বধূ বিয়ের এক মাস পরেই তরিকুলের সাথে আর সংসার করবে না জানিয়ে দিলে তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তরিকুল ইসলাম এক মাস আগে চুয়াডাঙ্গার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন। বিয়ের পর নববধূকে নিয়ে নিজের বাড়ি ও শ্বশুরবাড়িতে থাকার আনুষ্ঠানিকতা শেষ করে গত সপ্তাহে আবার শ্বশুরবাড়িতে যান। এসময় নববধূ তরিকুলের সাথে আর সংসার করবে না বলে জানিয়ে দেয়। ভীষন মনোকষ্ট নিয়ে তরিকুল বাড়ি ফিরে আসেন। গত বুধবার বাড়ি ফিরেই তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তরিকুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার বিকেলে তিয়রবিলার মাঠের একটি ছোট বাগানের মধ্যে তরিকুলের গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখতে পান মাঠের কৃষকরা। ধারণা করা হচ্ছে গত বুধবারের কোনো একটি সময়ে তরিকুল মাঠের ওই বাগানে পাটের আঁশ গলায় পেঁচিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেন। বাগানটি অপ্রচলিত হওয়ায় তিন দিন ধরে কারো চোখে পড়েনি। গতকাল শুক্রবার বিকেলে মাঠের কৃষকরা তরিকুলের লাশ গাছের নিচে পড়ে থাকতে দেখেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাঠ থেকে পাটের আঁশ সংগ্রহ করে গলায় পেঁচিয়ে তরিকুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। তিন দিনের মধ্যে আঁশ ছিড়ে লাশ নিচে পড়ে যায়।