ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ধানের চারা রোপনের উদ্বোধনকালে ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রবি ২০২১/২২ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয় চাষাবাদের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরবর্তীতে উপজেলার ডাউকি মাজু গ্রামে প্রায় একশত বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষিতে কোটি কোটি টাকা ব্যয় করছে, কারণ কৃষি না বাঁচলে দেশ বাঁচবে না। আপনারা একত্রে সমলয়ের মাধ্যমে চাষাবাদ করতে পারছেন। এই পদ্ধতি কীভাবে সম্প্রসারণ করা যায়, সেটা আমরা দেখব। কৃষি বিভাগ থেকে আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে সেগুলো কাজে লাগাতে হবে। আমিও গ্রামের ছেলে, জানি এখন কৃষি শ্রমিক পাওয়া যায় না। যে কারণে সরকার এই পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করতে উদ্যোগ নিয়েছে। মনে রাখবেন, আমরা মাটি দিয়ে তৈরি, তাই আপনারা যারা মাটির সাথে মিশে কাজ করেন তাদের মন ও শরীর ভাল থাকে, আমি এই পেশার প্রত্যোককে খুব শ্রদ্ধা করি। আপনারা কৃষি পণ্য উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জেনেছি সমগ্র দেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ভুট্টা আবাদে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমাদের জেলায় ধান উৎপাদন হয় ৪ লাখ মেট্রিক টন। আর এই জেলার চাহিদা ২ লাখ মেট্রিক টন। এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা কৃষি বিভাগের মাধ্যমে তা সম্পূর্ণ করব। সরকার প্রতিবছর সারের ওপর হাজার হাজার কোটি টাকা ভুর্তকি দিয়ে আপনাদের সার দিচ্ছে। আমি চুয়াডাঙ্গায় যোগদানের পর এই প্রথম আলমডাঙ্গাতে আসলাম। আপনাদের যেকোনো সমস্যা আমাকে জানাবেন।’


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের র্ককর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নুর, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজয়ানা নাহীদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্র্দি। এসময় আরো উপস্থিত ছিলেন, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলমগীর শফিউল্লাহ, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেনসহ বেশ কয়েক জন কৃষক। পরে জেলা প্রশাসক জমিতে কৃষিযন্ত্রের মাধ্যমে ধান চাষের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানকে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ধানের চারা রোপনের উদ্বোধনকালে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০১:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রবি ২০২১/২২ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয় চাষাবাদের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরবর্তীতে উপজেলার ডাউকি মাজু গ্রামে প্রায় একশত বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষিতে কোটি কোটি টাকা ব্যয় করছে, কারণ কৃষি না বাঁচলে দেশ বাঁচবে না। আপনারা একত্রে সমলয়ের মাধ্যমে চাষাবাদ করতে পারছেন। এই পদ্ধতি কীভাবে সম্প্রসারণ করা যায়, সেটা আমরা দেখব। কৃষি বিভাগ থেকে আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে সেগুলো কাজে লাগাতে হবে। আমিও গ্রামের ছেলে, জানি এখন কৃষি শ্রমিক পাওয়া যায় না। যে কারণে সরকার এই পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করতে উদ্যোগ নিয়েছে। মনে রাখবেন, আমরা মাটি দিয়ে তৈরি, তাই আপনারা যারা মাটির সাথে মিশে কাজ করেন তাদের মন ও শরীর ভাল থাকে, আমি এই পেশার প্রত্যোককে খুব শ্রদ্ধা করি। আপনারা কৃষি পণ্য উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জেনেছি সমগ্র দেশের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ভুট্টা আবাদে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমাদের জেলায় ধান উৎপাদন হয় ৪ লাখ মেট্রিক টন। আর এই জেলার চাহিদা ২ লাখ মেট্রিক টন। এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমরা কৃষি বিভাগের মাধ্যমে তা সম্পূর্ণ করব। সরকার প্রতিবছর সারের ওপর হাজার হাজার কোটি টাকা ভুর্তকি দিয়ে আপনাদের সার দিচ্ছে। আমি চুয়াডাঙ্গায় যোগদানের পর এই প্রথম আলমডাঙ্গাতে আসলাম। আপনাদের যেকোনো সমস্যা আমাকে জানাবেন।’


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের র্ককর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নুর, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজয়ানা নাহীদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্র্দি। এসময় আরো উপস্থিত ছিলেন, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলমগীর শফিউল্লাহ, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেনসহ বেশ কয়েক জন কৃষক। পরে জেলা প্রশাসক জমিতে কৃষিযন্ত্রের মাধ্যমে ধান চাষের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানকে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।