ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। উদ্বোধন শেষে উপজেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি ও প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, ইউআরসি কর্মকর্তা জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ভিডিপি কর্মকর্তা আজিজুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৮টি ডিজিটাল স্টল প্রদর্শিত হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তর, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এই উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকার করেন আলমডাঙ্গা মৎস্য অফিস, দ্বিতীয় স্থান উপজেলা ভূমি অফিস ও তৃতীয় স্থান অধিকার করে কাঠাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

আপলোড টাইম : ১০:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলমডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। উদ্বোধন শেষে উপজেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি ও প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, ইউআরসি কর্মকর্তা জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ভিডিপি কর্মকর্তা আজিজুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৮টি ডিজিটাল স্টল প্রদর্শিত হচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তর, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এই উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকার করেন আলমডাঙ্গা মৎস্য অফিস, দ্বিতীয় স্থান উপজেলা ভূমি অফিস ও তৃতীয় স্থান অধিকার করে কাঠাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।