ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ছাত্রদল নেতা লিমনের বাবার ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমনের বাবা আলমডাঙ্গার আসাননগর গ্রামের আব্দুর রশিদ নাটর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল বুধবার রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, আব্দুর রশিদ নাটর গত ১৫ মার্চ মঙ্গলবার ব্রেন স্ট্রোক করেছিলেন। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক শোক বার্তায় বলেন, ‘ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম লিমনের বাবার অন্তিম প্রয়াণে যে বেদনাবিধুর ও শোকাবহ আবহ সৃষ্টি হয়েছে, তার স্বান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। পরিবারের অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করছি। সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ছাত্রদল নেতা লিমনের বাবার ইন্তেকাল

আপলোড টাইম : ১২:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমনের বাবা আলমডাঙ্গার আসাননগর গ্রামের আব্দুর রশিদ নাটর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল বুধবার রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, আব্দুর রশিদ নাটর গত ১৫ মার্চ মঙ্গলবার ব্রেন স্ট্রোক করেছিলেন। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক শোক বার্তায় বলেন, ‘ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম লিমনের বাবার অন্তিম প্রয়াণে যে বেদনাবিধুর ও শোকাবহ আবহ সৃষ্টি হয়েছে, তার স্বান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। পরিবারের অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করছি। সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।’