ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় কুমার নদ থেকে বাঁধ অপসারণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুমার নদ থেকে মাটির বাঁধ ও বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে দিনব্যাপী কুমার নদের প্রবাহমানতা বাঁধাহীন করতে বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা কুমারী গ্রাম থেকে হাড়গাড়ি গ্রাম অবধি ৬টি মাটির বাঁধ ও বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। ইতঃপূর্বে একই নদে বক্সীপুর মাজু গ্রামে কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী লোভী প্রকৃতির ব্যক্তি নদে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। প্রায় এক মাস পূর্বে তাদেরকে সতর্ক করা হলেও বাঁধ অপসারণ করেনি। পরে জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে বাঁধ অপসারণ করা হয়।

বাধ অপসারণের সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ রাওহা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, রায়হান হোসেন, বকুল হোসেন, আলমডাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর আরমান হোসেনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, থানার পুলিশের একটি চৌকশ দল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় কুমার নদ থেকে বাঁধ অপসারণ

আপলোড টাইম : ০৮:২২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুমার নদ থেকে মাটির বাঁধ ও বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে দিনব্যাপী কুমার নদের প্রবাহমানতা বাঁধাহীন করতে বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা কুমারী গ্রাম থেকে হাড়গাড়ি গ্রাম অবধি ৬টি মাটির বাঁধ ও বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। ইতঃপূর্বে একই নদে বক্সীপুর মাজু গ্রামে কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী লোভী প্রকৃতির ব্যক্তি নদে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। প্রায় এক মাস পূর্বে তাদেরকে সতর্ক করা হলেও বাঁধ অপসারণ করেনি। পরে জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে বাঁধ অপসারণ করা হয়।

বাধ অপসারণের সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ রাওহা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, রায়হান হোসেন, বকুল হোসেন, আলমডাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর আরমান হোসেনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, থানার পুলিশের একটি চৌকশ দল প্রমুখ।